জয়োৎসবের ভোজ বানাত কারা

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন

কবি- ব্রেটল্ট ব্রেখট

অনুবাদ- শঙ্খ ঘোষ

প্রশ্ন – “পাতায়-পাতায় জয় / জয়োৎসবের ভোজ বানাত কারা?”-পাতায় পাতায় কাদের জয় লেখা? ‘জয়োৎসবের ভোজ’ যারা বানাত তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে? (২০১৬)

উত্তর- বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতা থেকে নেওয়া উদ্ধৃত অংশে রাজাদের জয়ের কথা বলা হয়েছে।

প্রচলিত ইতিহাস বইগুলি কেবল রাজাদের কথাই বলে থাকে। ইতিহাসের পাতায় পাতায় রাজাদের বীরত্বগাথা। মানবসভ্যতার সকল যুগে, সকল দেশে ঐতিহাসিকগণ কেবল রাজাদের প্রশংসায় পঞ্চমুখ থেকেছেন। রাজাদের যুদ্ধযাত্রার বিবরণ থেকে শুরু করে যুদ্ধজয়ের পর বর্ণাঢ্য ভোজের আয়োজন, স্মৃতিসৌধ নির্মাণ ইত্যাদি নানাকথায় ইতিহাসের পাতা ভরানো থাকে। কিন্তু ঐতিহাসিকের কলমে আরও অনেক কথার সঙ্গে বাদ থেকে যায় জয়োৎসবের ভোজ প্রস্তুতকারীর নাম।

‘জয়োৎসবের ভোজ বানাত কারা?’- এই প্রশ্নের মাধ্যমে কবি শুধু একজন রন্ধনকারীর কথা বলতে চাননি। ভোজ আয়োজন করার জন্য যে বিপুল ধনরাশির প্রয়োজন হত তা আসত রাজভান্ডার থেকে এবং রাজার ভান্ডার পূর্ণ হত প্রজাদের দেওয়া রাজস্বে। সুতরাং সবকিছুর মূলে রয়েছে সাধারণ মানুষের অবদান। কবি এইসব মানুষের কথাই বলতে চেয়েছেন। সারা কবিতা জুড়ে এইসব মানুষের প্রতি কবির সহানুভূতি প্রকাশ পেয়েছে।

error: Content is protected !!