রাজারা কি পাথর ঘাড়ে করে আনত

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন

কবি- ব্রেটল্ট ব্রেখট

অনুবাদ- শঙ্খ ঘোষ

প্রশ্ন- “বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?” -কারা, কেন পাথর ঘাড়ে করে এনেছিল? ১+৪ (২০১৭)

উত্তর- বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতার প্রথমেই কবি প্রশ্ন করেছেন “কে বানিয়েছিল সাত দরজাঅলা থিবস্?” কবি নিজেই উত্তর দিয়েছেন যে, ইতিহাস বইয়ে লেখা আছে রাজার নাম। তারপরেই কবি আরো প্রশ্ন করেছেন, “রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?” কবির এই প্রশ্নটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

প্রাচীন মিশরীয় নগরী থিবস্ নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল। এটি দীর্ঘ সময় ধরে প্রাচীন মিশরের রাজধানি ছিল। পরবর্তীকালে এই নগরী মিশরের প্রধান ধর্মীয় নগরী হয়ে উঠেছিল। তাছাড়া, সাত দরজাওয়ালা থিবস নগরীর স্থাপত্য এখনকার মানুষকেও আকৃষ্ট করে। এইজন্য কবি জানতে চেয়েছেন, থিবস নগরীর প্রতিষ্ঠার পিছনে কাদের অবদান ছিল? ইতিহাস বই ঘেঁটে কবি রাজার নাম পেয়েছেন। কিন্তু সেই তথ্য কবির কাছে বিশ্বাসযোগ্য হয়নি। কারণ, যেকোনো স্থাপত্য গড়ে তুলতে হলে পাথর বয়ে আনতে হয়। ইতিহাস বই থেকে আমরা জানতে পারি যে রাজারা বিলাসবহুল জীবন যাপন করত। সুতরাং তারা কীভাবে ঘাড়ে করে পাথর বয়ে আনতে পারে?

শুধু থিবস নগরী নয়, বিশ্বের যেকোনো স্থাপত্যের প্রধান কারিগর সাধারণ মানুষ। শত শত মজুর মাথার ঘাম পায়ে ফেলে একেকটি স্থাপত্য নির্মাণ করতো। অথচ, ইতিহাস বইয়ে এইসব স্থাপত্যের স্রষ্টা হিসেবে কেবল রাজার নাম লেখা আছে। কবি বলতে চেয়েছেন যে, রাজারা ঘাড়ে করে পাথর বয়ে আনত না, সাধারণ মানুষই নিয়ে আসত।

error: Content is protected !!