এতো যে শুনি বাইজেনটিয়াম…

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন

কবি- ব্রেটল্ট ব্রেখট

অনুবাদ- শঙ্খ ঘোষ

প্রশ্ন- “এতো যে শুনি বাইজেনটিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?” —বাইজেনটিয়ামের পরিচয় দাও । লেখকের এই প্রশ্নের কারন কি ?

উত্তর- বের্টল্ট ব্রেখট-এর লেখা ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বাইজেনটিয়ামের প্রসঙ্গ উঠে এসেছে। এটি একটি প্রাচীন নগরী। ৬৫৭ খ্রিষ্টপূর্বাব্দে এই নগরীর পত্তন হয়। ৩৩০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যানটাইন তার রাজধানী করেন এই শহরটিতে এবং বাইজেনটিয়ামের নাম হয়ে যায় কনস্ট্যান্টিনোপল। ১৯২৩ খ্রিষ্টাব্দে এখানেই আধুনিক তুর্কি রাষ্ট্রের উদ্ভব হয়।

বাইজেন্টিয়াম
বাইজেন্টিয়াম নগরীর প্রাসাদ

বাইজেনটিয়ামের সমৃদ্ধির কথা ইতিহাসে উল্লেখিত হয়েছে। প্রাসাদে পরিপুর্ন এই নগরী দীর্ঘ আড়াই হাজার বছর ধরে ঐতিহাসিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু কবির প্রশ্ন- “সেখানে কি সবাই প্রাসাদেই থাকত”? এর উত্তর অবশ্যই ‘না’ হবে। প্রচলিত ইতিহাস শুধুমাত্র শাসকের কথা বলে, শাসিতের ব্যাপারে ইতিহাস বড়ই নীরব।  সম্রাটের আলোকে আলোকিত সাম্রাজ্যসমূহের পরিচয় পাওয়া যায়। কিন্তু সেই সাম্রাজ্যের ভিত্তি যারা সেইসব সাধারণ মানুষের কথা ইতিহাসে স্থান পায়নি।

যে সকল সৈনিকের জীবনের বিনিময়ে রাজারা যুদ্ধে জয়লাভ করত, ইতিহাসের পাতায় তাদের নাম কোথাও নেই। একইভাবে বড় বড় স্থাপত্যের পিছনে যাদের অবদান ছিল তারা কেউ সেখানে থাকতে পেত না। বাইজেনটিয়ামের শ্রমিকরাও প্রাসাদের বাইরেরই দিন কাটাত। তাই কবি এই প্রশ্ন উত্থাপন করেছেন।

error: Content is protected !!