ভারত জয় করেছিল…একলাই না কি

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন

কবি- ব্রেটল্ট ব্রেখট

অনুবাদ- শঙ্খ ঘোষ

প্রশ্ন- “ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার/ একলাই না কি?”- আলেকজান্ডার কে ছিলেন? ‘একলাই না কি’ বলতে কবি কী বুঝিয়েছেন? ১+৪ (২০১৯)

উত্তর- বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লেখিত আলেকজান্ডার ছিলেন ম্যাসিডনের রাজা।

আলোচ্য কবিতায় গ্রিক বীর আলেকজান্ডারের কৃতিত্ব প্রসঙ্গে বলা হয়েছে – ‘ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার।’ সঙ্গে সঙ্গে কবির প্রশ্ন ‘একলাই নাকি?’ আলোচ্য কবিতার প্রেক্ষিতে কবির এই প্রশ্নটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ইতিহাস অনুসারে, আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন এবং মহারাজ পুরু সহ অন্যন্য কতিপয় রাজন্যবর্গকে পরাভূত করে ভারত জয় করেছিলেন। কিন্তু কবি জানতে চেয়েছেন যে, আলেকজান্ডার কি একাই ভারত আক্রমণ করেছিলেন? আর কেউ কি তার সঙ্গে ছিল না?

যত বড়ই রাজা হোক, একার পক্ষে কি কোনো যুদ্ধ জয় করা আদৌ সম্ভব? যুদ্ধ তো করে সাধারণ সৈন্যরা। আর, সৈন্যদের পরিচালনা করে সেনাপতিরা। একথা ঠিক যে, রাজারা সাধারণত বড় যোদ্ধাই হতেন। কিন্তু, যুদ্ধক্ষেত্রে তাদের বিশেষ ভূমিকা থাকত না। কোনো রাজকেই প্রথম সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করতে হত না। রাজারা কেবল যুদ্ধ ঘোষণা বা সন্ধি স্বাক্ষর করতেন। অথচ, ইতিহাসের এমনই পরিহাস যে প্রতিটি যুদ্ধ জয়ের কৃতিত্ব কেবল রাজকেই দেওয়া হয়েছে। কখনো হয়তো বা কোনো সেনাপতি সেই কৃতিত্বের ছিটেফোঁটা পেয়ে গেছে কিন্তু কোনো ইতিহাস বইয়ে সাধারণ সেনাদের কথা স্থান পায়নি।

কবির মতে, আলেকজান্ডারও একা ভারত জয় করেন নি। তার সঙ্গেও অনেক বীর সৈন্য এবং দক্ষ সেনাপতি ছিল। ‘একলাই না কি’?- এই প্রশ্নের মাধ্যমে কবি সেইসব সাধারণ সৈন্যদের অবদানকে তুলে ধরতে চেয়েছেন।

error: Content is protected !!