একাদশ শ্রেণী
ভারতের ভাষাপরিবার ও বাংলা ভাষা
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্নঃ অস্ট্রিক ভাষাবংশের একটি ভাষার নাম কর। এই ভাষাবংশের সংক্ষিপ্ত পরিচয় দাও। (৫)
উত্তরঃ ভারতে প্রচলিত অস্ট্রিক ভাষাবংশের একটি ভাষা হল সাঁওতালি।(শবর,মুন্ডারি ইত্যাদি)
ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে প্রাচীনতম হল নেগ্রিটো। কিন্তু তাদের ভাষার কোনো চিহ্ন বর্তমানে পাওয়া যায়নি। ভাষাবিজ্ঞানীদের মতে, ভারতের সবচেয়ে প্রাচীন ভাষাবংশ হল অস্ট্রিক ভাষাবংশ। বর্তমানে ভারতের প্রায় ৬৫ টি ভাষা এই ভাষাবংশ থেকে এসেছে।
অস্ট্রিক ভাষাবংশঃ সাধারণ পরিচয়- অস্ট্রিক ভাষাবংশের দুটি শাখা-
১)অস্ট্রোনেশীয়
২) অস্ট্রো-এশিয়াটিক
অস্ট্রোনেশীয় শাখাটির বিস্তার ভারতের বাইরে। ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ফিজি দ্বীপপুঞ্জ প্রভৃতি দেশে এই শাখার বিভিন্ন ভাষা প্রচলিত রয়েছে। অস্ট্রোনেশীয় শাখার আবার চারটি উপশাখা রয়েছে। যথা- ১। ইন্দোনেশীয় ২। মেলানেশীয় ৩। মাইক্রোনেশীয় এবং ৪। পলিনেশীয়।
অস্ট্রো-এশিয়াটিক শাখার ভাষাগুলি ভারতের বিভিন্ন অঞ্চলে প্রচলিত রয়েছে। এই শাখার আবার তিনটি উপশাখা রয়েছে-
১। পুর্বী শাখা- বর্তমানে লুপ্ত,
২। পশ্চিমা শাখা- ৫৮ টি ভাষা ভারতে প্রচলিত,
৩। মধ্যদেশীয় শাখা- ৭ টি ভাষা ভারতে প্রচলিত।
অস্ট্রো-এশিয়াটিক ভাষাগোষ্ঠীর পশ্চিমা শাখাটি সবচেয়ে উল্লেখযোগ্য। এই শাখার প্রধান প্রধান ভাষাগুলি হল সাঁওতালি, শবর, কোরকু, মুন্ডারি, খাড়িয়া, হো প্রভৃতি। সাঁওতালি আর মুন্ডারি ভাষা পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশায় প্রচলিত। এছাড়া শবর ভাষা অন্ধ্রপ্রদেশ আর ওড়িশায়, কোরকু মহারাষ্ট্রে আর মধ্যপ্রদেশে, খাড়িয়া ভাষা বিহার আর ওড়িশায় প্রচলিত রয়েছে।
মধ্যদেশীয় বা মোন-খমের শাখার সাতটি ভাষার মধ্যে উল্লেখযোগ্য হল খাসি আর নিকোবরি ভাষা। খাসি ভাষা উত্তর-পুর্ব ভারতের পার্বত্য অঞ্চলে প্রচলিত আর নিকোবরি ভাষা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রচলিত।
এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর