দশম শ্রেণীর পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বর্তমান পাঠ্যসূচি অনুযায়ী দশম শ্রেণীতে দুটি পর্যায়ক্রমিক মূল্যায়ন হয় এবং তারপরই টেস্ট পরীক্ষা। সুবিধার জন্য দশম শ্রেণির বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ১০ সেট নমুনা প্রশ্ন দেওয়া হল। ( West Bengal Board of Secondary Education class 10 Continuous Comprehensive Evaluation Bengali model set)
মডেল সেট-১০
সময়ঃ ১ঘন্টা ৩০মিনিট পূর্ণমানঃ ৪০
১) সঠিক উত্তরটি নির্বাচন করো (যেকোনো আটটি): ১×৮=৮
১.১ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম
(ক) ইস্কুলের গল্প
(খ) একদিন
(গ) প্রথম দিন
(ঘ) রাজার কথা।
১.২ “কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল”— কী অপরিচিত ছিল ?
(ক) তোমার রহস্যময় রূপ
(খ) তোমার চেতনাতীত রূপ
(গ) তোমার আরণ্যক রূপ
(ঘ) তোমার মানবরূপ।
১.৩ “আমাদের ডান পাশে” –
(ক) টাকা
(খ) বাঁধ
(গ) ধ্বস
(ঘ) পথ।
১.৪ লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো –
(ক) কলারের ভাঁজে আটা
(খ) কোমরের বেল্টে আটকানো
(গ) কাঁধের ছোট্ট পকেটে সাজানো
(ঘ) পায়ের মোজায় গোঁজা।
১.৫ উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেতো –
(ক) পনেরো আনায়
(খ) বারো আনায়
(গ) ষোলো আনায়
(ঘ) দশ আনায়।
১.৬ ‘অসুখী একজন’ কবিতার কথক ঘুমিয়েছিলেন
(ক) বারান্দায়
(খ) মেঝেতে
(গ) ঝুলন্ত বিছানায়
(ঘ) ঘাস জন্মানো রাস্তায়।
১.৭ ‘অন্নহীনে অন্ন দাও।’- নিম্ন রেখাঙ্কিত পদটি হলো-
(ক) সম্বোধন পদ
(খ) কর্তৃ কারক
(গ) নিমিত্ত কারক
(ঘ) অপাদান কারক।
১.৮ অনুসর্গের অপর নাম হল-
(ক) উপসর্গ
(খ) বিভক্তি
(গ) পরসর্গ
(ঘ) নির্দেশক।
১.৯ ‘ঘাস জন্মাল রাস্তায়’ – নিম্নরেখ পদটি হলো-
(ক) কর্মকারক
(খ) করণকারক
(গ) অপাদান কারক
(ঘ) অধিকরণ কারক।
২) কমবেশি ২০টি শব্দে উত্তর দাও (যেকোনো সাতটি): ১×৭=৭
২.১ ‘সবাই এখানে লেখক। কিন্তু আমি ছাড়া কারও হাতে কলম নেই।’ – এমন উক্তির কারণ কী?
২.২ ‘বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ’ – এর দ্বারা কবি কী বুঝিয়েছেন?
২.৩ ‘বড়ােরা শিখিয়ে দিয়েছিলেন’- কী শিখিয়েছিলেন?
২.৪ স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে কী করেছিল?
২.৫ আমাদের ডানে ও বাঁয়ে কী রয়েছে?
২.৬ “তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়”- কখন?
২.৭ সমধাতুজকরণ কাকে বলে? উদাহরণ দাও।
২.৮ প্রযােজ্য কর্তা কাকে বলে?
৩) কমবেশি ৬০ টি শব্দে উত্তর দাও (যেকোনো দু:টি): ৩×২= ৬
৩.১ “সে জানতো না”- ‘সে’কে? সে কী জানতো না? ১+২
৩.২ “যেন নেশায় পেয়েছে”- কাকে, কীসের নেশায় পেয়েছে? ১+২
৩ ৩ “আমাদের ইতিহাস নেই” – কে, কেন একথা বলেছেন? ১+২
৪) কমবেশি ১৫০ টি শব্দে উত্তর দাও (যেকোনো একটি): ৫×৩= ১৫
৪.১ তপনের জীবনের সবথেকে ‘সুখের দিনটি’ কীভাবে সবথেকে ‘দুঃখের দিনে’ পরিণত হয়েছিল, ‘জ্ঞানচক্ষু’ গল্প অবলম্বনে লেখো।
৪.২ ‘আফ্রিকা’ কবিতায় কবি আফ্রিকা মহাদেশের জন্ম-ইতিহাস যেভাবে বর্ণনা করেছেন, তা নিজের ভাষায় লেখ।
৪.৩ “আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা”- বক্তার আসল নাম কী ? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করাে। ১+৪
৪.৪ “প্রথমদিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল”- তিলাবতীর পরিচয় দাও। তার বিদ্রোহী হয়ে ওঠার কারণ কী? বিদ্রোহের ফল কী হয়েছিল? ১+২+২
৫) চলিত গদ্যে অনুবাদ করো: ৪
Honesty is a great virtue. If you do not deceive others, if you do not tell a lie; if you are strictly just and fair in your dealings with others, you are an honest man.