মুন্ডমাল শব্দ

রূপতত্ত্ব|| Ruptattwa

দ্বাদশ শ্রেণীর পাঠ্য বাংলা ভাষা বিজ্ঞানের তৃতীয় অধ্যায় হল রূপতত্ত্ব। আলোচ্য পোস্টে মুন্ডমাল শব্দ সম্পর্কে আলোচনা করা হল।  Ruptattwa- Mundamal Shabda.

প্রশ্নঃ ‘মুণ্ডমাল শব্দ’ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। [৫] 

মুন্ডমাল শব্দ
মুন্ডমাল শব্দ

উত্তরঃ রূপতত্ত্বের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মুন্ডমাল শব্দ, ইংরেজিতে যাকে বলা হয় অ্যাক্রোনিম (Acronym)।

মুন্ডমাল শব্দঃ

সাধারণ অর্থে মুন্ডমাল বলতে বোঝায় মুন্ড বা মস্তকের মালা। কিন্তু রূপতত্ত্বের আলোচনায় মুন্ডমাল হল বিশেষ এক ধরনের শব্দ বা শব্দ গঠনের প্রক্রিয়া। কোনো শব্দগুচ্ছের আদ্য অক্ষর (অর্থাৎ, প্রথম অক্ষর) নিয়ে গঠিত শব্দকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। যেমন- লঘিষ্ঠ সাধারণ গুণিতক শব্দগুচ্ছের প্রথম অক্ষরগুলি নিয়ে গঠিত হয়েছে ল.সা.গু. শব্দটি। এই ল.সা.গু. শব্দটি হল মুন্ডমাল শব্দ। একইরকমভাবে, গ.সা.গু. (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক), বি.বা.দী. (বিনয়-বাদল-দীনেশ) শব্দগুলি বাংলা মুন্ডমাল শব্দের উদাহরণ।

বাংলা মুন্ডমাল শব্দের সংখ্যাটা কম তবে ইংরেজি ভাষায় এই জাতীয় শব্দের সংখ্যা প্রচুর এবং সেগুলি বাংলাতেও বহুল প্রচলিত। যেমন, ভি.আই.পি (ভেরি ইম্পরট্যান্ট পার্সন), এম.এল.এ (মেম্বার অফ লেজিসলেটিভ এসেম্বলি) ইত্যাদি।

এই অধ্যায় থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নঃ

error: Content is protected !!