বাংলা সিনেমার গান

বাংলা গানের ধারা || Bangla Ganer Dhara

WBCHSE Class 12 (Twelve) Bengali- Bangla Ganer Dhara Long Question || উচ্চমাধ্যমিক বাংলা সংস্কৃতির ইতিহাস- বাংলা গানের ধারা অধ্যায় থেকে বড় প্রশ্ন। প্রশ্নের বিষয়- বাংলা সিনেমার গান।

প্রশ্ন- বাংলা সিনেমার গান সম্পর্কে আলোচনা কর। [৫]

উত্তরঃ ভারতীয় সিনেমায় গানের বিশেষ গুরুত্ব থাকে। গান ছাড়া সিনেমা যেন অপূর্ণ থেকে যায়। বাংলা সিনেমাও এর ব্যতিক্রম নয়। বাংলা সিনেমার জন্মলগ্ন থেকেই গানের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়।

১৯৩১ সালের মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘জামাইষষ্ঠী’-তে কোনো গান ছিল না। তবে, দ্বিতীয় ছবি ‘জোরবরাত’-এ গান ছিল। প্রথম যুগের বাংলা সিনেমায় অভিনেতা-অভিনেত্রীরা নিজেরাই গান গাইতেন এবং একেকটি সিনেমায় গানের সংখ্যাও অনেক বেশি থাকতো। ১৯৩২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্দ্রসভা’ এবং ‘শিরি-ফারহাদ’ সিনেমাদুটিতে যথাক্রমে ৭০টি এবং ৪২টি গান ছিল।

বাংলা সিনেমা ‘নেপথ্য গায়ন’ বা প্লেব্যাক সিঙ্গিং-এর সূত্রপাত ঘটে ১৯৩৫ সালে, ‘ভাগ্যচক্র’ সিনেমার মাধ্যমে। এর ফলে, গান এবং অভিনয় পৃথক হয় এবং সিনেমার গুণগত মান অনেকাংশে বৃদ্ধি পায়। বাংলা সিনেমার প্রথম যুগের নেপথ্য গায়কদের মধ্যে অন্যতম ছিলেন রায়চাঁদ বড়াল, কে এল সাইগল, শচীনদেব বর্মন, পঙ্কজ মল্লিক প্রমুখ। পরবর্তীকালে বাংলা সিনেমার গান গেয়ে যারা জনপ্রিয়তা অর্জন করেছিলেন তারা হলেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার, শ্যামল মিত্র, ভুপেন হাজারিকা, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, গীতা দত্ত, প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

বাংলা সিনেমার গান শুধুমাত্র সিনেমার পরিচয়েই সীমাবদ্ধ থাকেনি। এমন অসংখ্য গান আছে যেগুলি শ্রোতাদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে, কিন্তু সেগুলি কোন সিনেমার গান- সেকথা কেউ মনে রাখেনি।

এই অধ্যায় থেকে অন্যান্য প্রশ্ন

error: Content is protected !!