শব্দার্থ পরিবর্তন

শব্দার্থতত্ত্ব

অর্থই হল শব্দের প্রাণ। অর্থ ছাড়া শব্দ হয় না, হয় ধ্বনিসমস্টি। আবার, শব্দের অর্থ সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যেতে পারে। প্রায়শই দেখা যায়, একটি শব্দের আদিতে যা অর্থ ছিল বর্তমানে তার অন্য অর্থ রয়েছে। শব্দার্থের এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শব্দের অর্থ নিয়ে আধুনিক ভাষাবিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা রয়েছে যাকে বলা হয় শব্দার্থতত্ত্ব (Semantics)। প্রচলিত ব্যাকরণেও শব্দের অর্থ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। এই পৃষ্ঠায় প্রচলিত ব্যাকরণ অনুসারে শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করা হল।

শব্দার্থ পরিবর্তনের ধারা 

কটি শব্দ আগে যে অর্থ প্রকাশ করত বর্তমানে তার থেকে ব্যাপকতর অর্থ প্রকাশ করতে পারে, অথবা, তার থেকে সংকুচিত অর্থও প্রকাশ করতে পারে। আবার, পরিবর্তিত অর্থটি আগের থেকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা বস্তুকে বোঝাতে পারে, অথবা, আগের গুরুত্ব হারাতেও পারে। কখনো কখনো শব্দের অর্থ এইরকম পরিবর্তিত হয় যে নতুন অর্থ দেখে আগের অর্থ কল্পনাও করা যায় না। তাহলে বোঝাই যাচ্ছে, শব্দের অর্থ পরিবর্তন নানা ভাবে হতে পারে। প্রচলিত ব্যাকরণ অনুসারে, শব্দার্থ পরিবর্তনের ধারা পাঁচটি। সেগুলি হল- 

শব্দার্থের উৎকর্ষ বা উন্নতি

শব্দ যদি তার মূল বা আদি অর্থ বর্জন করে উন্নততর বা উৎকৃষ্টতর অর্থে প্রযুক্ত হয় তবে তাকে শব্দার্থের উৎকর্ষ বলা হয়। যেমন- 

শব্দ মূল অর্থ  পরিবর্তিত অর্থ
অদৃষ্ট অদেখা ভাগ্য
অপরূপ কদাকার অতি সুন্দর
অরুণ সূর্য-সারথি সূর্য
ঘর গৃহ পরিবার
গবেষণা গরুর অন্বেষণ তত্ত্ব অনুসন্ধান
গোধূলি গরুর ক্ষুরে উৎক্ষিপ্ত ধূলি সন্ধ্যা
দন্ড লাঠি শাস্তি
দ্বিজ দুবার জাত ব্রাহ্মণ
ধরা ধারণ করা পৃথিবী
ধর্ম ধারক ঈশ্বরোপাসনা বিষয়ক তত্ব
দুহিতা দোহনকারী কন্যা
মার্জনা মাজা ক্ষমা
মন্ডপ মন্ড পানের স্থান দেবালয়
শুশ্রূষা শোনার ইচ্ছা সেবা
হর হরণকারী শিব

শব্দার্থের অপকর্ষ বা অবনতি

শব্দ যদি তার মূল বা আদি অর্থ বর্জন করে নিম্নতর বা নিকৃষ্টতর অর্থে প্রযুক্ত হয় তবে তাকে শব্দার্থের উৎকর্ষ বলা হয়। যেমন-

শব্দ মূল অর্থ  পরিবর্তিত অর্থ
ইতর অন্য নিচ
চামার চর্ম ব্যবসায়ী বদ লোক
ঝি মেয়ে চাকরানি
ঠাকুর দেবতা রান্নার লোক
তল পৃষ্ঠ নিম্নদেশ
নাগর নগরবাসী অবৈধ প্রণয়ী
পদার্থ পদের প্রতিপাদ্য বস্তু
বন্য বনে জাত বুনো
বস্তি বাসস্থান আবর্জনাময় বসতি
পারদর্শী পার-দর্শনকারী দক্ষ
বেদনা অনুভব যন্ত্রণা
বাড়ন্ত বর্ধিষ্ণু নিঃশেষিত
ভূত অতীত প্রেত
শকুন পাখি পাখিবিশেষ
সমাচার শিষ্টাচার সংবাদ
সামান্য সাধারণ তুচ্ছ

শব্দার্থের সম্প্রসারণ বা বিস্তার

শব্দার্থ ব্যাপকতর অর্থে প্রযুক্ত হলে শব্দার্থ পরিবর্তনের সেই ধারাকে বলা হয় শব্দার্থের সম্প্রসারণ বা বিস্তার। যেমন- 

শব্দ মূল অর্থ  পরিবর্তিত অর্থ
কালি কালো রঙের তরল যেকোনো রঙের তরল
গাঙ গঙ্গা নদী যেকোনো নদী
কুশীলব লব ও কুশ নাটকের পাত্রপাত্রী
তৈল তিল থেকে জাত যেকোনো তেল
প্রশস্ত প্রশংসিত বিস্তৃত
বদন যার দ্বারা বলা হয় মুখমণ্ডল
বিদায় যাত্রার অনুমতি প্রস্থান
বৃহৎ যা বৃদ্ধিশীল প্রকাণ্ড
বর্ষ বর্ষাকাল বৎসর
মৌন মুনির ভাব নীরবতা
মীমাংসা সিদ্ধান্ত সমাধান
যথেষ্ট ইষ্টমতো প্রচুর
সত্তা সদভাব অস্তিত্ব
সম্বল পাথেয় অবলম্বন
স্বত্ব নিজস্বতা অধিকার

শব্দার্থের সংকোচন

শব্দার্থ সংকুচিত অর্থে প্রযুক্ত হলে শব্দার্থ পরিবর্তনের সেই ধারাকে বলা হয় শব্দার্থের সংকোচন। যেমন- 

শব্দ মূল অর্থ  পরিবর্তিত অর্থ
অন্ন যেকোনো খাদ্য ভাত
আহ্নিক প্রাত্যহিক সন্ধ্যাবন্দনা
গৃহস্থ গৃহে স্থিত সংসারী
জগৎ গমনশীল পৃথিবী
তপন তপ্তকারী সূর্য
দন্ত দমন করার উপকরণ দাঁত
দাঁড় দণ্ড নৌকার ক্ষেপণী
ব্যাঘ্র বিশেষভাবে আঘ্রাণকারী বাঘ
বেদ জ্ঞান গ্রন্থবিশেষ
প্রভাত প্রকৃষ্টরূপে ভাত বা উজ্জ্বল সকাল
ভুজঙ্গ ভুজ বা হাতে ভর দিয়ে চলে এমন সাপ
অনীকিনী যুদ্ধে প্রয়োজন যার সৈন্যদল
তুরঙ্গম দ্রুতগতিসম্পন্ন ঘোড়া
মৃগ যেকোনো পশু হরিণ
রাজস্ব রাজার সম্পদ খাজনা

শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ

শব্দের অর্থ যদি এই পরিমাণ পরিবর্তিত হয় যে মূল অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া না যায়, তবে তাকে শব্দার্থের রূপান্তর বলা হয়। শব্দার্থের রূপান্তর হল অর্থের আমূল পরিবর্তন। যেমন-

শব্দ মূল অর্থ  পরিবর্তিত অর্থ
অবজ্ঞা স্বল্প জ্ঞান অবহেলা
অবশ্য যা বশ করা যায় না নিশ্চয়
আচ্ছন্ন আবৃত অচৈতন্য
ইতি এই শেষ
উপসর্গ সৃষ্টির অনুরূপ লক্ষণ
কাণ্ড গুঁড়ি ব্যাপার
কলাপ সমূহ ময়ুরের পাখা
চক্রান্ত চক্রের শেষ ষড়যন্ত্র
দারুণ কাষ্ঠনির্মিত ভয়ানক
পীত যা পান করা হয়েছে হলুদ বর্ণ
সহসা বলপূর্বক হঠাৎ
বিষম অসম অত্যন্ত
প্রসঙ্গ প্রস্তাব বিষয়
সহিত হিতকারী সঙ্গে
বিস্ময় ঈষৎ হাস্য আশ্চর্য

এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, অনেকেই শব্দার্থ পরিবর্তনের তিনটি ধারার কথা বলেন। সেগুলি হল- ১) শব্দার্থের উৎকর্ষ এবং বিস্তারকে একত্রে শব্দার্থ সম্প্রসারণ বা বিস্তার, ২) শব্দার্থের অপকর্ষ এবং সংকোচনকে একত্রে শব্দার্থ সংকোচন এবং ৩) শব্দার্থের রূপান্তর। 

বাক্য সংকোচন সূচিপত্র অশুদ্ধি সংশোধন

error: Content is protected !!