বাক্য সংকোচন

বাক্য সংকোচন

এক কথায় প্রকাশ

অনেকগুলি শব্দ দিয়ে যে ভাব প্রকাশ করা হয় তাকে একটি মাত্র শব্দে প্রকাশ করার রীতিকে বলা হয় বাক্য সংকোচন বা এককথায় প্রকাশ। সংকোচিত বাক্য শ্রুতিমধুর হয়। সেইজন্য বাক্য সংকোচনের বিষয়টি সাহিত্যে বিশেষ তাৎপর্যপূর্ণ। নীচে কয়েকটি বহুল প্রচলিত বাক্য সংকোচনের উদাহরণ দেওয়া হল।

১) অক্ষর জ্ঞান যার আয়ত্তে- জিতাক্ষর।
২) অগ্রসর হতে অনিচ্ছুক- পিছ-পা।
৩) অগ্রে জন্মেছে যে বা অগ্রে জাত- অগ্রজ।
৪) অগে গমন করে যে- অগ্রগামী।
৫) অগ্রে দান করা হয় যাকে- অগ্রদানী।
৬) অগ্নিহোত্রী ব্রাহ্মণ- সাগ্নিক।
৭) অঙ্গের অন্তর্ভুক্ত- অঙ্গীভূত।
৮) অণুকে বীক্ষণ করা হয় যার দ্বারা- অণুবীক্ষণ।
৯) অতি উচ্চ হাসি- অট্টহাস্য।
১০) অতি উচ্চ স্বর- তারস্বর।
১১) অতি সত্বর- তুর্ণ।

১১) অতি দুর্গম স্থান- গহন।
১২) অতিথির আপ্যায়ন- আতিথ্য বা আতিথেয়তা।
১৩) অতিশয় হৃষ্ট- উৎফুল্ল।
১৪) অতিশয় মত্ত – প্রমত্ত।
১৫) অতিশয় পীড়ন – নিপীড়ন।
১৬) অতিশয় গােপনীয় – নিগূঢ়।
১৭) অতিথিদের থাকবার স্থান- অতিথিশালা, অতিথিভবন, ধর্মশালা।
১৮) অতি কর্মকুশল ব্যক্তি- ধুরন্ধর।
১৯) অত্যন্ত ধোলাইকরা পোশাক পরিহিত ব্যক্তি- ধােপদুরস্ত।
২০) অত্যন্ত শীতল- তুহিন।

২১) অত্যন্ত বলশালী- প্রবল।
২২) অত্যন্ত দুরন্ত- দামাল।
২৩) অত্যন্ত প্রফুল্ল- উৎফুল্ল।
২৪) অর্থহীন উক্তি- প্রলাপ।
২৫) অদূর ভবিষ্যতে যা হবার আশা নেই- সুদূরপরাহত।
২৬) অদৃশ্য হওয়ার বিদ্যা- তিরস্কারিণী।
২৭) অধিক মূল্যে ক্রয়েচ্ছু ব্যক্তিকে পণ্য বিক্রয়- নিলাম।
২৮) অনুক্ত কিন্তু অনুমেয়- উহ্য।
২৯) অনুকরণ করবার ইচ্ছা- অনুচিকীর্ষা।
৩০) অনুকরণ করতে ইচ্ছুক- অনুচিকীর্ষু।

৩১) অনুকরণ করা যায় এমন- অনুকরণীয়।

৩২) অনুকরণ করা যায়না এমন- অননুকরণীয়।
৩৩) অনুগমন করে যে- অনুগ, অনুগামী।
৩৪) অনুতে পশ্চাতে জন্মেছে যে- অনুজ।
৩৫) অনুমানের যােগ্য- অনুমেয়।
৩৬) অনুরূপ মূর্তি – প্রতিমূর্তি।
৩৭) অনুলিপি লেখক- নকলনবিস।
৩৮) অনুষ্ঠানের যােগ্য- অনুষ্ঠেয়।
৩৯) অনুসন্ধান করবার ইচ্ছা- অনুসন্ধিৎসা।

৪০) অনুসরণ করে যে- অনুসারী।

৪১) অনুসরণ করা হয়েছে এমন- অনসৃত।
৪২) অন্য কাল- কালান্তর।
৪৩) অন্য পক্ষ- পক্ষান্তর।
৪৪) অন্য বার- বারান্তর।
৪৫) অন্য মনু- মন্বন্তর।
৪৬) অন্য লিপি- লিপ্যান্তর।
৪৭) অন্য যুগ- যুগান্তর।
৪৮) অন্য লােক- লোকান্তর।
৪৯) অন্যের সঙ্গে মেলামেশা – পরসঙ্গ।
৫০) অন্বেষণ করবার ইচ্ছা- অম্বেষা।

৫১) অন্যায়ভাবে কৃত কর্ম- দুষ্কৃত।
৫২) অন্যায়কারীর ক্ষতিসাধন – প্রতিশােধ।
৫৩) অপরের প্রতি দ্বেষ – পরদ্বেষ।
৫৪) অপরের গৃহ – পরবাস।
৫৫) অপ্রকাশ্য স্থান- ঘােপ।
৫৬) অপরের ধন – পরস্ব।
৫৭) অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা – প্রতিভা।
৫৮) অপর ব্যক্তির বদলে যে স্বাক্ষর করে- বকলম।
৫৯) অভ্রকে [আকাশকে] ভেদ করে যে-অভ্রভেদী।
৬০) অভ্রকে লেহন করে যে- অভ্রংলিহ।

৬১) অভিনয় করেন যিনি-অভিনেতা, (স্ত্রীলিঙ্গে) অভিনেত্রী।
৬২) অরণ্যে বৃক্ষে বৃক্ষে ঘর্ষণজাত অগ্নি-দাবাগ্নি, দাবানল।
৬৩) অরণ্যের আগুনে দগ্ধীভূত- দাবদগ্ধ।
৬৪) অরণ্যের অগ্নির তাপ- দাবদাহ।
৬৫) অরিকে জয় করেছে যে- অরিজিৎ।
৬৬) অরিকে দমন করেছে যে- অরিন্দম।
৬৭) অর্জুনের ধনুক- গাণ্ডীব।
৬৮) অল্পবয়স্কা বধূ- বউড়ী।
৬৯) অনায়াসে যা লাভ করা যায়- অনায়াসলভ্য।
৭০) অসৎ পথে গমন করে যে- উন্মার্গগামী।

৭১) অস্ত্রের সংহরণ – প্ৰতিসংহার।
৭২) অস্থায়ী বাসস্থান- বাসা।
৭৩) অস্থায়ী বাসা- ডেরা।
৭৪) অস্থায়ীভাবে পদচ্যুত – নিলম্বিত।
৭৫) অস্থায়ীভাবে পদচ্যুতি – নিলম্বন।
৭৬) অহনের পূর্বভাগ – পূর্বহ্ন।
৭৭) অহনের অপর ভাগ – অপরাহ্ন।
৭৮) অন্য গতি নেই বলে- অগত্যা।
৭৯) অগ্রসর হয়ে অভ্যর্থনা- প্রত্যুদগমন।
৮০) অবশ্যই যা হবে – অবশ্যম্ভাবী।

৮১) অন্য নেই যার – অনন্য।
৮১) অন্য গতি নেই যার- অনন্যগতি।
৮২) অন্য উপায় নেই যার- অনন্যোপায়।
৮৩) অন্য কর্ম নেই যার- অনন্যকমা।
৮৪) অন্য দিকে দৃষ্টি নেই এমন- অনন্যদৃষ্টি।
৮৫) অন্যদিকে চিত্ত নেই যার- অনন্যচিত্ত।
৮৬) অন্য ব্যক্তিতে যা সুলভ নয়- অনন্যসুলভ।
৮৭) অন্যব্যক্তিতে যা সাধারণ নয়- অনন্যসাধারণ।
৮৮) অন্য সহায় নেই যার- অনন্যসহায়।
৮৯) অঙ্গীকার ভঙ্গ করে প্রতারণা- প্রগলভ।
৯০) অমিত আভা যার- অমিতাভ।

৯১) অন্ন দান করেন যিনি [স্ত্রী]- অন্নদা।
৯১) অতিক্রম করা যা দুঃসাধ্য- দুরতিক্রম্য।

৯২) অতিক্রম করা যা অসাধ্য- অনতিক্রম্য।
৯৩) অপচয় হয়েছে এমন- অপচিত।
৯৪) অপচয় হচ্ছে যে বতুর- অপচয়মান।
৯৫) অল্প কথা বলে যে- অল্পবাক, অল্পভাষী।

৯৬) অক্ষির গোচর- প্রত্যক্ষ।
৯৭) অক্ষির অগােচর- পরােক্ষ।
৯৮) অক্ষির সম্মুখে- সমক্ষ।
৯৯) যা অপনয়ন করা সম্ভব নয়- অনপনেয়।

১০০) অপনয়ন করা যা দুঃসাধ্য- দুরপনেয়।

 

বাচ্য ও বাচ্যান্তর সূচিপত্র শদার্থতত্ত্ব

error: Content is protected !!