একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ২০১৬

একাদশ শ্রেণী

বার্ষিক পরীক্ষা ২০১৬

১. সঠিক উত্তরটি নির্বাচন করাে ১ ×১৮ = ১৮

১.১ অভূতের পেয়াদা ঘােরে”-
(ক) খিড়কির আনাচে-কানাচে
(খ) সদরের রাস্তায়-ঘাটে
(গ) শ্মশানের রাস্তায় ঘাটে
(ঘ) জেলখানার আনাচে-কানাচে

১.২ তেলেনাপােতায় ফিরে যাওয়ার প্রস্তুতির দিনে থার্মোমিটারের পারা দেহের তাপমাত্রা জানাবে-
(ক) একশাে তিন ডিগ্রি
(খ) একশাে দুই ডিগ্রি
(গ) একশাে পাঁচ ডিগ্রি
(ঘ) একশাে চার ডিগ্রি

১.৩ জেলে থাকাকালীন সৌখীর ডিউটি ছিল—
(ক) গুদামে
(খ) রান্নাঘরে
(গ) বাগানে
(ঘ) খামারে।
উত্তর-

১.৪ জগতের সবচেয়ে আদিম চলার রীতিটি হল—
(ক) চোখ বুজে চলা
(খ) চোখ খুলে চলা
(গ) গুটিসুটি হয়ে চলা
(ঘ) জোরে জোরে হাঁটা
উত্তর-

১.৫ সৌখী এর আগে জেল খেটেছে
(ক) একবার।
(খ) দুবার
(গ) তিনবার
(ঘ) চারবার

১.৬ রেড সী পার হয়ে লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছায়—
(ক) ১৪ই মার্চ
(খ) ১৪ই এপ্রিল
(গ) ১৪ই নভেম্বর
(ঘ) ১৪ই জুলাই।

১.৭ ভারতে আসার নতুন রাস্তা খোঁজার চেষ্টায় পার হয়েছিলেন
(ক) ভারত মহাসাগর
(খ) প্রশান্ত মহাসাগর
(গ) আটলান্টিক মহাসাগর
(ঘ) বঙ্গোপসাগর
উত্তর-

১.৮ “বাড়ী হয়ে উঠলাে ফ্যাকটরী, কারুশালা”—এখানে যাঁর বাড়ির কথা বলা হয়েছে তিনি হলেন-
(ক) টলেমী
(খ) কোপারনিকাস
(গ) গালিলিও
(ঘ) বেলারিমিন।
উত্তর-

১.৯ “ধীবর জননী, পিতা ব্রাহ্মণ”—এঁদের সন্তান হলেন-
(ক) ব্যাসদেব
(খ) দ্রোণাচার্য
(গ) দ্বৈপায়ন
(ঘ) ভীষ্ম।

১.১০. লালন ও পড়শীর মধ্যে দূরত্ব হল-
(ক) কয়েক মাইল
(খ) একশাে যােজন
(গ) হাজার যােজন
(ঘ) লক্ষ যােজন

১.১১. দ্বীপান্তরের বন্দিনী’ কবিতাটির মুল কাব্যগ্রন্থের নাম-
(ক) ফণি-মনসা।
(খ) দোলন চাপা
(গ) অগ্নিবীণা।
(ঘ) সর্বহারা

১.১২. “খেতে বসে রাগ চড়ে যায়”—কারণ-
(ক) ঠাণ্ডা ভাতে ব্যঞ্জন নেই
(খ) ঠাণ্ডা ভাতে স্বাদ নেই
(গ) ঠাণ্ডা ভাতে নুন নেই
(ঘ) পরিমাণ মতাে ভাত নেই

১.১৩. ডানাওয়ালা বুড়াে লােকটা খায়—
(ক) কাকড়া
(খ) ন্যাপথলিন
(গ) মাছ।
(ঘ) বেগুনভর্তা

১.১৪. “শ্রীকৃয়কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম-
(ক) বংশী খণ্ড।
(খ) রাধাবিরহ
(গ) যমুনা খণ্ড
(ঘ) বৃন্দাবন খণ্ড

১.১৫. বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়ােদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয়-
(ক) অন্ধকারময় যুগ
(খ) সুবর্ণ যুগ
(গ) গৌরবময় যুগ
(ঘ) সৃষ্টিশীল যুগ

১.১৬. ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসনটির রচয়িতা–
(ক) দীনবন্ধু মিত্র
(খ) দ্বিজেন্দ্রলাল রায়
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) গিরিশচন্দ্র ঘােষ।

১.১৭. বাংলা ভাষার উদ্ভব
(ক) শৌরসেনী অপভ্রংশ থেকে
(খ) মগধী অপভ্রংশ থেকে
(গ) মহারাষ্ট্রী প্রাকৃত থেকে
(ঘ) সংস্কৃত থেকে।।

১.১৮. অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল-
(ক) রাঢ়ী
(খ) কামরূপী
(গ) বঙ্গালী
(ঘ) বরেন্দ্রী

১.১ (খ) সদরের রাস্তায়-ঘাটে ১.২ (গ) একশাে পাঁচ ডিগ্রি ১.৩ (ক) গুদামে ১.৪ (ক) চোখ বুজে চলা ১.৫ (খ) দুবার ১.৬ (ঘ) ১৪ই জুলাই ১.৭ (গ) আটলান্টিক মহাসাগর ১.৮ (গ) গালিলিও ১.৯ (ক) ব্যাসদেব ১.১০ (ঘ) লক্ষ যােজন ১.১১ (ক) ফণি-মনসা ১.১২ (গ) ঠাণ্ডা ভাতে নুন নেই ১.১৩ (ঘ) বেগুনভর্তা ১.১৪ (খ) রাধাবিরহ ১.১৫ (ক) অন্ধকারময় যুগ ১.১৬ (গ) মাইকেল মধুসূদন দত্ত ১.১৭ (খ) মগধী অপভ্রংশ থেকে ১.১৮ (ক) রাঢ়ী।

২. অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১x১২=১২

২.১ “মহারথী-প্রথা কি হে এই, মহারথি ?”—কোন কাজ মহারথী প্রথার বিরােধী ?
উত্তরঃ কর্ণের রথের চাকা যখন মেদিনী গ্রাস করেছিল ঠিক তখন অর্জুন অন্যায়ভাবে তাকে বধ করেন। এই কাজ মহারথী প্রথার বিরােধী।

২.২. “গ্রাম বেড়িয়ে অগাধ পানি”—এখানে কোন গ্রামের কথা বলা হয়েছে?
উত্তরঃ এখানে ‘আরশিনগর’ গ্রামের কথা বলা হয়েছে।

২.৩. “যন্ত্রী যেখানে সান্ত্রী বসায়ে
বীণার তন্ত্রী কাটিছে হায়”।
—এখানে যন্ত্রী ও সান্ত্রী’ বলতে কী বােঝানাে হয়েছে?
উত্তর: এখানে ‘যন্ত্রী’ বলতে ব্রিটিশ সরকার ও ‘সান্ত্রী’ বলতে সরকারের সশস্ত্র প্রহরীকে বােঝানাে হয়েছে।

অথবা, ‘বন্দী সত্য ভানিছে ধান”—কথাটির অর্থ কী ?
উত্তরঃ কথাটির আসল অর্থ হলো ব্রিটিশ সরকার সত্যের কন্ঠ রোধ করার উদ্দেশ্যে স্বাধীনতাকামী বিপ্লবীদের কারাগারে নিক্ষেপ করেছিল।

২০. “রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চডি’”—মাথায় রাগ চড়লে কী ঘটনা ঘটে?
উত্তর : মাথায় রাগ চড়লে বক্তা বাপ-ব্যাটা দু-ভাই মিলে সারা পাড়া মাথায় করে।

২.৫ “এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে।”—কতদিন পর, কোথা থেকে ছেলে ফিরেছে?
উত্তর: ছেলে অর্থাৎ সৌখী কিছু কম পাঁচ বছর পর জেল থেকে বাড়ি ফিরেছিল।

অথবা, “সৌখী এ প্রশ্ন কানে তুলতে চায় না”—এখানে কোন প্রশ্নের কথা বলা হয়েছে?
উত্তর: জেলে গিয়ে সৌখীর অসুখ করেছিল কি না- এই প্রশ্নের কথাই বলা হয়েছে।

২.৬. “একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে।”—কটু গন্ধের কারণ কী?
উত্তর : পুকুরের পানা পচা।

২.৭. ডাক্তারি পড়া ছেড়ে গালিলিও কোন্ কোন্ বিষয় পড়তে শুরু করেন?
উত্তর: ডাক্তারি পড়া ছেড়ে তিনি গণিত ও পদার্থবিদ্যা বিষয় পড়তে শুরু করেন।

২.৮, সুয়েজ খাল খননের ফলে কী সুবিধা হয়েছে?
উত্তর: ইউরোপ এবং ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্য করার অত্যন্ত সুবিধা হয়েছে।

২.৯, শিক্ষার সার্কাস’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর: আইয়াপ্পা পানিকর।

অথবা, ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পটি কোন্ মূল গল্পের অনুবাদ?
উত্তরঃ গল্পটি গাবরিয়েল গার্সিয়া মার্কেজ-এর ‘A very old man with enormous wings’ গল্পের অনুবাদ।

২.১০, অলচিকি লিপির উদ্ভাবক কে?
উত্তরঃ অলচিকি লিপির উদ্ভাবক রঘুনাথ মুর্ম।

২.১১ পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম কী?
উত্তর: পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম ‘অষ্টাধ্যায়ী’।

২.১২ কামরূপী উপভাষা কোন্ কোন্ অঞ্চলে প্রচলিত?
উত্তর: কামরূপী উপভাষা জলপাইগুড়ি, কোচবিহার এবং আসামের কাছাড় অঞ্চলে প্রচলিত।

৩। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x১ = ৫

৩.১ “কেননা ভবিষ্যতকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোন ভাবনাই নেই”- কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? ভূতকে মানলে ভাবনা নেই কেন? উদ্ধৃত অংশটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা কর।

৩.২ “কে, নিরঞ্জন এলি?” নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন?

৪। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x১ = ৫
৪.১ প্রশ্ন- ” জাহাজের পেছনে বড় বড় হাঙ্গর ভেসে ভেসে বেড়াচ্ছে”- লেখকের অনুসরণে হাঙ্গর ভেসে বেড়ানোর দৃশ্য নিজের ভাষায় বর্ণনা কর।

৪ ২ “নিজের দূরবীন নিয়ে গালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন” – গালিলিও কী কী আবিষ্কার করলেন? এই সব আবিষ্কার সনাতনপন্থী দের মধ্যে কী প্রভাব ফেলল?

৫। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x২ = ১০

৫.১ “কিন্তু বৃথা এ গঞ্জনা”- বক্তা কে? তিনি কাকে গঞ্জনা করতে চেয়েছেন? কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা? ‘ . ১+১+৩

৫.২ “আমি বাঞ্ছা করি দেখব তারি”- বক্তা কাকে দেখতে চান? কীভাবে তাঁর দর্শন পাওয়া যাবে? ১+৪

৫.৩ “দ্বীপান্তরের বন্দিনী কে? ‘বন্দিনী’-কে মুক্ত করার জন্য কবির যে আকুলতা প্রকাশিত হয়েছে, তা কবিতা অবলম্বনে লেখো।

৫. ৪ “আমরা তো অল্পে খুশি”–‘অল্পে খুশি’ মানুষদের জীবন-যন্ত্রণার যে ছবি ‘নুন’ কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও৷ ৫

৬। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x১ = ৫

৬.১ “সব শিক্ষা একটি সার্কাস”- ‘শিক্ষার সার্কাস’ কবিতা অবলম্বনে শিক্ষা সার্কাসের সঙ্গে কীভাবে তুলনীয় আলোচনা কর৷ ৫

৬.২ “সাতটার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির”–পাদ্রে গোনসাগা কে? তিনি কেন এসেছিলেন? ‘বন্দীর ভবিষ্যৎ নিয়ে’ জড়ো হওয়া দর্শকরা কী ভেবেছিল? ১+১+৩

৭। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x২ = ১০

৭.১ “তার রাগটা কী রকম সেইটে দেখবার জন্যেই তো এ কাজ করেছি”- বক্তা কে? এখানে কার রাগের কথা বলা হয়েছে? তিনি রেগে গেলে কী হয়? তার রাগের ধরন দেখার জন্য বক্তা কী করেছিল ? ১+ ১+১+২

৭.২ “তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশায়ের মুখে আর কথা নেই।”—এখানে কার সাহসের কথা বলা হয়েছে? সে কীভাবে সাহসিকতার পরিচয় দিয়েছিল? উপাধ্যায় মশায়ের মুখে কথা নেই কেন? ১+২+২

৭.৩ “যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন তাকে একটা জায়গায় ধরতে গেলেই তাঁকে হারাতে হয় !”- বক্তা কে? মন্তব্যটির মর্মার্থ আলোচনা করো। ১+৪

৮। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x২ = ১০

৮.১ বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির প্রতিভার পরিচয় দাও। তাঁকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ কী?

৮.২ ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাবাটির রচয়িতা কে? তিনি কী উপাধি পেয়েছিলেন ? তাঁর কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও।

৮.৩ বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো ৷

৮.৪ ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো ৷ যে-কোনো দুই ধরনের ছড়ার উদাহরণ দাও৷
৯। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x১ = ৫

৯.১ মিশ্র ভাষা কাকে বলে? এই ভাষার চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

৯.২ ভোটচীনা ভাষাবংশের সংক্ষিপ্ত পরিচয় দাও।

৯.৩ কিউনিফর্ম বা কীলকলিপির নামকরণ কে করেছিলেন? এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে? এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও।

২০১৪ ২০১৫ ২০১৬ ২০১৭
২০১৮ ২০১৯ ২০২০ ২০২১
error: Content is protected !!