সিন্ধু লিপি ও কীলকলিপি

শ্রেণী একাদশ

বাংলা ভাষার ইতিহাস (বড় প্রশ্ন)

প্রশ্ন- সিন্ধুলিপি ও কীলক লিপি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

উত্তর- লিপি বিশারদদের মতে চার থেকে পাঁচ হাজার খ্রিস্ট পুর্বাব্দে লিপির ব্যাবহার শুরু হয়। লিপি বিশারদ জোহানস ফ্রেডরিক সাতটি প্রাচীন সভ্যতার কথা বলেন যেখানে লিপির ব্যাবহার শুরু হয়েছিল। সেগুলির মধ্যে সুমেরু সভ্যতা এবং সিন্ধু সভ্যতা  অন্যতম।

কীলক লিপি
কীলক লিপি

কীলক লিপি– পৃথিবীর প্রচীনতম লিপি হল কীলক লিপি বা কিউনিফর্ম। সুমেরু সভ্যতার মানুষেরা এই লিপি উদ্ভাবন করেন। কিউনিফর্ম কথাটি এসেছে ল্যাটিন শব্দ কিউনিয়াস(পেরেক) আর ফরমা (আকৃতি) থেকে লিপি বিশারদ টমাস হাইড এই লিপির নামকরণ করেন।  নরম মাটির চাকতিতে লিখে সেটি আগুনে পুড়িয়ে শক্ত করা হত। মেসোপটেমিয়ার মানুষ মনে করতেন ‘নেবো’ নামের দেবতাই এই লিপির আবিষ্কর্তা।  আনুমানিক আড়াই হাজার বছর আগে এই লিপির ব্যাবহার বন্ধ হয়ে যায়।

পরের পাতায়

Pages: 1 2

error: Content is protected !!