কর্তা বলেন, সেখানেই তো ভূত…

একাদশ শ্রেণী

কর্তার ভূত (বড় প্রশ্ন)

৩। “কর্তা বলেন, ‘সেখানেই তো ভূত”- কোন প্রসঙ্গে কর্তা একথা বলেছেন ? কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর।

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কর্তার ভূত’ গল্পের একেবারে শেষে কর্তা এই উক্তি করেছেন।

কর্তার ভূত
কর্তার ভূত

কর্তা মারা যাওয়ার পর ভূত হয়ে দেশবাসীর ঘাড়ে চেপে ছিল। এরকম অবস্থায় দেশের দু-একজন মানুষ যারা দিনের বেলায় ভুতুড়ে নায়েবের ভয়ে মুখ খুলতে পারে না, গভীর রাতে কর্তার শরনাপন্ন হয়। কর্তাকে তারা জিজ্ঞাসা করে যে কখন তিনি ছাড়বেন। কর্তা বলেন যে তিনি তো তাদের ধরে রাখেননি- তারা ছাড়লেই কর্তার ছাড়া। একথা শুনে তারা বলেন ‘ভয় করে যে কর্তা’। এরপরই কর্তা বলেন- ‘সেইখানেই তো ভূত’।

কর্তার এই কথাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কর্তা মারা যাওয়ার পর দেশবাসী মনে করল যে কর্তা ভূত হয়ে তাদের ধরে রেখেছে। কর্তার অভিভাবকত্বে অনেকে শান্তি অনুভব করলেও দেশের নবীন প্রজন্ম বিদ্রোহী হয়ে ওঠে। অনেকের মনে এই প্রশ্ন জাগল যে ভূতের হাত থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে। কিন্তু আসল সত্যটা হল এই যে কর্তা তাদের ধরে রাখেনি বরং তারাই কর্তাকে ধরে রেখেছে। এমনকি যখন কর্তা দেশবাসীকে অভয় দিয়ে বলেন-“তোরা ছাড়লেই আমার ছাড়া”, তখনও ধর্মভীরু দেশবাসী সেটা পেরে ওঠে না। আসল কথা হলো- কর্তার ভূতের বাস্তব কোন অস্তিত্ব নেই। মানুষের ভয় থেকেই ভুতের জন্ম হয় এবং মানুষেই তাকে পোষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!