XI Bishal Danawala Long 3

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- সাতটার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির”–পাদ্রে গোনসাগা কে? তিনি কেন এসেছিলেন? ‘বন্দীর ভবিষ্যৎ নিয়ে’ জড়ো হওয়া দর্শকরা কী ভেবেছিল? ১+১+৩

উত্তর- গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পে পাদ্রে গোনসাগা হলেন একজন ধর্মযাজক।

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো

পেলাইওদের বাড়িতে একজন রক্ত-মাংসের দেবদূতকে বন্দী করে রাখা হয়েছে- এই অদ্ভুত খবরে কিছুটা শঙ্কিত হয়ে ধর্মজ্ঞানী পাদ্রে গোনসাগা হন্তদন্ত হয়ে সেখানে এসেছিলেন।

বন্দী হওয়া ডানাওয়ালা বুড়ো সম্পর্কে সমবেত জনতা যেসব কল্পনা করে ছিল সেগুলি হল-

১) ভিড়ের মধ্যে সবথেকে সরল হৃদয়ের লোকটি ভেবেছিল ডানাওয়ালা বুড়োকে ‘সারা জগতের পুরপিতা’ নাম দেওয়া উচিত।

২) যারা একটু কঠিন হৃদয়ের লোক তারা ভেবেছিল বুড়োকে পাঁচতারা সেনাপতির পদে উন্নীত করা হলে সব যুদ্ধ-বিগ্রহই সে জিতিয়ে দেবে।

পরের পাতায়

Pages: 1 2

error: Content is protected !!