একাদশ শ্রেণী
ভারতের ভাষাপরিবার ও বাংলা ভাষা
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- ভোটচিনা ভাষাবংশের সংক্ষিপ্ত পরিচয় দাও। ৫
উত্তর- ভাষাবিজ্ঞানীদের মতে, ভারতবর্ষে প্রচলিত ভাষাগুলি চারটি ভাষাবংশ থেকে উদ্ভূত হয়েছে। এই চারটি ভাষা বংশের একটি হলো ভোটচিনা ভাষাবংশ।
সাধারণ পরিচয়
ভারতে আর্যদের আগমনের পূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন নৃগোষ্ঠির মানুষ এসেছিল। উত্তর-পূর্ব ভারতে বসবাস করত মঙ্গোলয়েডরা। তারা যে ভাষায় কথা বলতেন সেই ভাষাই হল ভোটচিনা ভাষা।
ভৌগোলিক অবস্থান
ভোটচিনা ভাষাগোষ্ঠির অবস্থান মূলত উত্তর-পূর্ব ভারতে। আসাম, ত্রিপুরা, মনিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে ভোটচিনা ভাষাবংশের বিভিন্ন ভাষা প্রচলিত রয়েছে।
শাখা-প্রশাখা
ভোটচিনা ভাষাবংশের প্রধান শাখা দুটি- ১) ভোটবর্মী এবং ২) তাইচিনা। এই দুটি শাখার মধ্যে ভারতে ভোটবর্মী শাখার ভাষার সংখ্যা বেশি।
১) ভোটবর্মী- এই শাখার ভাষাগুলিকে আবার চারটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে-
ক) বোডো বা বোরো- এই শ্রেণীর উল্লেখযোগ্য ভাষাগুলি হল গারো, কোচ, রাভা, কাছারি প্রভৃতি।
খ) নাগা- এই শাখার ভাষাগুলি মূলত নাগাল্যান্ড এবং মণিপুরে প্রচলিত। উল্লেখযোগ্য ভাষাগুলি হল আও, অঙ্গামি, সেমা প্রভৃতি।
গ) কুকিচিন- মণিপুরের ঐতিহ্যবাহী মেইতেই ভাষা, মিজো, কুকি প্রভৃতি এই শাখার উল্লেখযোগ্য ভাষা
ঘ) বর্মী- চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে প্রচলিত মোঘ, ম্রু প্রভৃতি বর্মী শাখার অন্যতম ভাষা।
২) তাইচিনা- ভারতে প্রচলিত তাইচিনা শাখার উল্লেখযোগ্য ভাষা হল খামতি, অহোম প্রভৃতি।
এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর