বাংলা লোককথার পরিচয়

বাংলা সাহিত্যের ইতিহাস

একাদশ শ্রেণী

প্রশ্ন- লোককথা বলতে কী বোঝ? যেকোনো দুই প্রকার লোককথা নিয়ে সংক্ষেপে আলোচনা কর। ১+২+২

উত্তর- লোকসংস্কৃতির প্রধানতম অঙ্গটি হলো লোককথা। যে সকল কথা (বা, কাহিনি) বহুযুগ ধরে লোকমুখে প্রচলিত আছে সেগুলিকে লোককথা বলে।

বাংলা লোককথা
বাংলা লোককথা

লোক সমাজে প্রচলিত রূপকথা, উপকথা, নীতিকথা, ব্রতকথা, পুরাণকথা, জনশ্রুতি- এসবই লোককথার অন্তর্গত। নিচে লোককথার দুটি শাখা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল-

১) রূপকথা– রুপকথা বলতে সাধারণত সেইসব কাহিনিকে বোঝায় যার প্রেক্ষাপটে রয়েছে একটি কল্পিত দেশ, যার নায়ক কোনো একজন ভাগ্যহত রাজপুত্র অথবা সাধারণ দরিদ্র যুবক, যে কাহিনির নায়িকা কোন এক রাজকন্যা এবং অলৌকিক ক্ষমতা, যাদুবিদ্যা প্রভৃতির সমাবেশে এমন এক বিচিত্র ও জটিল ঘটনাক্রমে কাহিনি অগ্রসর হয় যা সাধারণ বুদ্ধিতে অবিশ্বাস্য বলে মনে হবে। পৃথিবীর সমস্ত দেশের রূপকথাতেই নরবলি, নরমাংসভক্ষণ প্রভৃতির উল্লেখ পাওয়া যায়। এইজন্য পন্ডিতদের অনুমান রূপকথা হল প্রাগৈতিহাসিক যুগে মানুষের দ্বারা রসসৃষ্টির প্রথম প্রয়াস।

২) ব্রতকথা– বাংলার ব্রতকথাগুলি হল লৌকিক দেবদেবীর মাহাত্ম্য প্রচারমূলক উপাখ্যান। অনিষ্টকারী দেবতাকে প্রসন্ন করে বরলাভের মাধ্যমে গৃহস্থের কল্যাণসাধন- এই হলো ব্রতকথাগুলির মূল উপজীব্য। দেবতাদের প্রতি মানুষের স্বাভাবিক ভয় এবং ভক্তির কারণে ব্রতকথাগুলি একসময় খুব জনপ্রিয় ছিল।

error: Content is protected !!