সুয়েজখালে বড় প্রশ্ন ৪

সুয়েজখালে হাঙ্গর শিকার 

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- ” জাহাজের পেছনে বড় বড় হাঙ্গর ভেসে ভেসে বেড়াচ্ছে”- লেখকের অনুসরণে হাঙ্গর ভেসে বেড়ানোর দৃশ্য নিজের ভাষায় বর্ণনা কর। ৫

উত্তর- স্বামী বিবেকানন্দের লেখা ‘সুয়েজখালে: হাঙ্গর শিকার’ প্রবন্ধে লেখক সুয়েজ বন্দরের আশেপাশে ভাসমান হাঙ্গরদের ছবি তুলে ধরেছেন।

সুয়েজখালে হাঙ্গর শিকার
সুয়েজখালে হাঙ্গর শিকার

হাঙ্গর সম্পর্কে সাধারণ মানুষের কৌতুহলের সীমা নেই। লেখক নিজেও আগে কথনো জলজ্যান্ত হাঙ্গর স্বচক্ষে দেখেননি। তাই সেদিন সকালের খাবার খাওয়ার আগেই যখন তিনি শুনলেন যে জাহাজের আশেপাশে হাঙ্গর ঘুরে বেড়াচ্ছে, অন্যন্য যাত্রীদের মতো তিনিও সেকেন্ড ক্লাসের বারান্দা থেকে হাঙ্গর দেখার জন্য উপস্থিত হন। কিন্তু তিনি যখন পৌঁছান তখন হাঙ্গরগুলি জাহাজ থেকে দূরে সরে গিয়েছিল। বনিটো সহ কয়েকটি ছোটো-বড়ো মাছ তখনো সেখানে ছিল কিন্তু হাঙ্গরের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছিল।

দীর্ঘক্ষণ পর আবার এক হাঙ্গরের আবির্ভাব হয়। তবে সে একা নয়, সঙ্গোপাঙ্গ নিয়েই হাজির হয়েছিল। হাঙ্গরের আগে আগে যে মাছটি আসছিল তার নাম আড়কাঠি মাছ বা পাইলট ফিশ। আরেকরকম মাছ হাঙ্গরের ঘাড়ে-পিঠে চড়ে আসছিল। সেগুলি হাঙ্গর-‘চোষক’। জাহাজের যাত্রীগণ উপরের বারান্দা থেকে ঝুঁকে এই দৃশ্য উপভোগ করছিল।

error: Content is protected !!