শিক্ষার সার্কাস

শিক্ষার সার্কাস

আইয়াপ্পা পানিকর

একাদশ শ্রেণীর পাঠ্য ‘শিক্ষার সার্কাস’ কবিতাটি একটি ভারতীয় কবিতা। মালায়লম ভাষার বিখ্যাত কবি আইয়াপ্পা পানিকরের লেখা এই কবিতাটি আয়তনে ছোটো হলেও এটি একটি দার্শনিক ভাবসমৃদ্ধ কবিতা।কবিতার মর্মার্থ উপলব্ধি করার জন্য উপরের ভিডিওটি দেখা যেতে পারে।

কবি আধুনিক শিক্ষাব্যবস্থাকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন। কবির মতে বর্তমান শিক্ষাব্যবস্থা যেহেতু পাশফেলের উপর নির্ভর করে তাই একজন শিক্ষার্থী কতটুকু শিখল এটা কেউ গ্রাহ্য করে না। এই ব্যবস্থায় একজন শিক্ষার্থীর মেধা নির্নয় করা হয় শুধু পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে। সারাবছরের শিক্ষা একটিমাত্র পরীক্ষার সাহায্যে পরিমাপ করা হয়। আর সার্কাসের জোকার যেমন বারের খেলায় একের পর এক ধাপ পার হয়ে হয়ে যায় তেমনি আধুনিক শিক্ষাব্যবস্থায় একজন শিক্ষার্থি কিছু না শিখেই একের পর এক শ্রেণী অতিক্রম করতে থাকে।

কবির বক্তব্যের সঙ্গে শিক্ষার দর্শনের (Philosophy of Education) ধারনাটি যুক্ত হয়ে আছে। আকারে ছোটো হলেও কবিতাটির ভাব বেশ গভীর। কবিতার শেষে কবি ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে জ্ঞান বলে কিছু রইল না- সবটাই ধোঁকা অর্থাৎ প্রতারনা বা ছলনা।

বড় প্রশ্ন

শর্ট-এমসিকিউ

error: Content is protected !!