শিক্ষার সার্কাস বড় প্রশ্ন ৩

শিক্ষার সার্কাস

প্রশ্ন- আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ‘শিক্ষার সার্কাস’ কবিতায় কবির অনাস্থার কারণ কী?

উত্তর- আইয়াপ্পা পানিকরের ‘শিক্ষার সার্কাস’ কবিতাটিতে আমাদের দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থার সমালোচনা করা হয়েছে। কবিতার শেষে কবি জিজ্ঞাসা করেছেন “জ্ঞান কোথায় গেল?”, যার উত্তরে কবি নিজেই বলেছেন “সে যেখানে গেছে সেটা ধোঁকা” অর্থাৎ, প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী যথার্থ শিক্ষা পায় না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কবির এরূপ অনাস্থার কারণ রয়েছে।

প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রধান কেন্দ্রগুলি হলো বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়। একজন শিক্ষার্থী বাল্যকালে প্রথম শ্রেণীতে ভর্তি হয় এবং ক্রমশ সাফল্য পেয়ে উচ্চতর শ্রেণীতে উত্তীর্ণ হতে থাকে। নিয়ম হল, একজন শিক্ষার্থী একটি নির্দিষ্ট শ্রেণীর সমস্ত পাঠ আয়ত্ত করার পর পরবর্তী শ্রেণীতে যেতে পারবে। কিন্তু বর্তমানে শিক্ষা হল পরীক্ষা সর্বস্ব। বছরের শেষে একটিমাত্র পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সাফল্য নির্ণয় করা হয়। এইজন্য বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের একমাত্র স্বপ্ন থাকে পরীক্ষায় পাস করা। পরীক্ষায় ভালো নম্বর তোলার তাগিদে তারা পাঠ্যপুস্তকের অনেক অংশই বাদ দিয়ে দেয়। পরীক্ষায় তারা ভালো নাম্বার হয়তো পায় কিন্তু পাঠ্য বিষয় অনেক কিছুই অসমাপ্ত রয়ে যায়। এইভাবে একের পর এক শ্রেণী পার হয়ে সর্বোচ্চ শ্রেণীতে উত্তীর্ণ হয়েও দেখা যায় শিক্ষার্থীর ঝুলিতে জ্ঞানের ভান্ডার শুন্য। 

আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পরীক্ষায় প্রাপ্ত নাম্বারকেই গুরুত্ব দেওয়া হয় বলেই কবি এই শিক্ষাব্যবস্থার প্রতি  অনাস্থা প্রকাশ করেছেন।

error: Content is protected !!