Previous Years XI Bengali Questions

একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা (২০১৯)

৩। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x১ = ৫
৩.১ “ওরে অবােধ, আমার ধরাও নেই / ছাড়াও নেই, তােরা ছাড়লেই আমার ছাড়া।” – এখানে কে,
কাদের অবােধ বলেছেন ? উক্তিটির তাৎপর্য আলােচনা করাে। ১ + ১ +৩
৩.২ তেলেনাপােতা যাওয়ার কারণ কী ? একে লেখক আবিষ্কার বলেছেন কেন? ১+ ৪

৪। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x১ = ৫
৪.১ “হে ভারতের শ্রমজীবী।” – শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ‘সুয়েজখালে : হাঙর
শিকার’ রচনা অবলম্বনে লেখাে। ৫
৪.২ “Venice’ – এ কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল।” – কার কদর বাড়ে ? এই কদর বাড়ার কারণ ও পরিণাম উল্লেখ করাে। ১+৪

৫। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০
৫.১ ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধরা পড়েছে ?
৫.২ ‘বলবাে কী সেই পড়শীর কথা’ – পড়শী’ কে ? পড়শী’র স্বরূপ সম্পর্কে আলােচনা করাে। ১ + ৪
৫.৩ ‘দ্বীপান্তরের বন্দিনী’ কে ? ‘বন্দিনী’-কে মুক্ত করার জন্য কবির যে আকুলতা প্রকাশিত হয়েছে, তা কবিতা অবলম্বনে লেখাে। ১+৪
৫.৪ “আমাদের শুকনাে ভাতে লবণের ব্যবস্থা হােক।” – কে বলেছে ? এ দাবি কার কাছে ? কেন ? ১+ ১ +৩

৬। অনধিক একশাে পাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :
৬.১ দেবদূতের আবির্ভাবে পেলাইও আর এলিসেন্দার দারিদ্র্য কীভাবে দূর হলাে ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্প অবলম্বনে লেখাে। ৫
৬.২ ‘সর্বশিক্ষা একটি সার্কাস’ – শিক্ষার সার্কাস’ কবিতা অবলম্বনে শিক্ষা সার্কাসের সঙ্গে কীভাবে তুলনীয় আলােচনা করাে। ৫

৭। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০
৭.১ ‘শুনছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসেছে।’ – শিক্ষায়তন কীভাবে অচলায়তনে পরিণত হয়েছিল ? সেখানে কারা, কেন লড়াই করতে এসেছিল ? ৩+১+১
৭.২ “আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি।” – বক্তা কে ? কোন প্রসঙ্গে, কাকে উদ্দেশ্য করে বক্তা এ কথা বলেছেন ? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন্ দিকটি প্রতিফলিত হয়েছে ? ১ + ২ + ২
৭.৩ “উনি আমাদের সব দলের শতদল পদ্ম” – এখানে কাকে ‘শতদল পদ্ম’ বলা হয়েছে ? কেন তিনি ‘শতদল পদ্ম’ ? ১+৪
৭.৪ ‘গুরু’ নাটকে মােট ক’টি সংগীত রয়েছে ? নাটকটিতে সংগীতের ভূমিকা আলােচনা করাে। ১+ ৪

৮। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০
৮.১ বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি ? এটি কে, কোথা থেকে আবিষ্কার করেন ? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায় ? ১ + ১ + ১ + ২
৮.২ চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? তার কাব্যপ্রতিভা আলােচনা করাে। ১ + ৪
৮.৩ রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলির কাল অনুসারে বিভাগ করাে। প্রতি বিভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো।
৮.৪ ছড়ার বৈশিষ্ট্য আলােচনা করাে। যে-কোনাে দুই ধরনের ছড়ার উদাহরণ দাও।

৯। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১ = ৫
৯.১ ‘ভারতবর্ষ চার ভাষাবংশের দেশ’ – উদ্ধৃতি অনুসারে চার ভাষাবংশের পরিচয় দাও।
৯.২ বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলােচনা করাে।
৯.৩ কিউনিফর্ম বা কীলক লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে ? এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও। অলচিকি লিপির উদ্ভাবক কে ? ১ + ৩ + ১

পরের পাতায় ২০১৮ সালের প্রশ্ন

Pages: 1 2

error: Content is protected !!