প্রশান্তচন্দ্র মহলানবিশ

বাঙালীর বিজ্ঞানচর্চা

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- ভারতীয় রাশিবিজ্ঞানের জনক প্রশান্তচন্দ্র মহলানবিশের অবদান আলোচনা কর।

উত্তর- আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক হিসেবে প্রশান্তচন্দ্র মহলানবীশ (১৮৯৩- ১৯৭২) চিরস্মরণীয় হয়ে থাকবেন। 

তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে আই এস.সি পাস করেন এবং ১৯১২ সালে পদার্থবিজ্ঞানে অনার্স সহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি পদার্থবিদ্যা বিষয়ে উচ্চশিক্ষা লাভ করার জন্য ইংল্যান্ড যান এবং সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে গণিত ও পদার্থবিজ্ঞানে ট্রাইপস সম্পন্ন করেন এবং পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণি অর্জন করেন।

উল্লেখযোগ্য অবদান

১) ভারতে পরিসংখ্যানবিদ্যার চর্চা শুরু হয় তাঁর হাত ধরেই। ১৯৩১ সালে কলকাতার বরানগরে তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। তাঁর উদ্যোগেই ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র রাশিবিজ্ঞান বিভাগের সূচনা হয়েছিল। 

২) নৃবিজ্ঞানে রাশিবিজ্ঞানের প্রয়োগ করে তিনি ‘মহলানবিশ ডিসট্যান্স’ নামক এক তত্ত্ব উদ্ভাবন করেন। জনগণনার সময় এখনও পর্যন্ত তাঁর আবিষ্কৃত এই পদ্ধতিটিই ব্যবহার করা হয়। 

৩) ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস (NSSO) এবং সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন (CSO) স্থাপনের মাধ্যমে তিনিই প্রথম ভারতে একটি সার্বিক পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলেন।

পরিসংখ্যান সংক্রান্ত তাঁর মৌলিক ভাবনার জন্য তিনি সারাজীবন ধরে বহু সম্মান লাভ করেছেন। ১৯৫৪ সালে তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির সাম্মানিক সভ্য নির্বাচিত হন। ১৯৫৭ সালে তিনি আন্তর্জাতিক পরিসংখ্যান ইনস্টিটিউটের অবৈতনিক প্রেসিডেন্টের পদ লাভ করেন। ১৯৬১ সালে তিনি আমেরিকান স্ট্যাটিসটিক্যাল এসোসিয়েশনের (ASA) একজন ফেলো নির্বাচিত হন।

error: Content is protected !!