কিন্তু বৃথা এ গঞ্জনা…

নীলধ্বজের প্রতি জনা

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- “কিন্তু বৃথা এ গঞ্জনা”- বক্তা কে? তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন? কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা? (২০১৮)

উত্তর- মাইকেল মধুসূদন দত্তের লেখা ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় মাহেশ্বরী পুরীর রানী জনা এ কথাগুলি বলেছেন।

নীলধ্বজের প্রতি জনা
নীলধ্বজের প্রতি জনা

আলোচ্য অংশে জনা তার স্বামী নীলধ্বজকে গঞ্জনা দিতে চেয়েছেন।

জনার মনে হয়েছে তার স্বামীকে গঞ্জনা দেওয়া বৃথা, কারণ-

১) রাজা নীলধ্বজ হল জনার স্বামী এবং হিন্দু শাস্ত্র মতে স্বামীকে গঞ্জনা দেওয়া পাপ। তাই জনা বলেছেন “পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে”।

২) জনা একজন কুলনারী, তাই বিধির বিধানে সে পরাধীন। জনার নিজের শক্তি নেই যে তার মনের বাসনা পূরণ করবে, অর্থাৎ তার পুত্রের হত্যাকারী অর্জুনের বিনাশ করবে। তার স্বামী রাজা নীলধ্বজের উচিত ছিল অর্জুনকে হত্যা করে জনার মনের বাসনা পূরণ করার কিন্তু ভাগ্যদোষে জনার স্বামী জনার প্রতি বিরূপ। এইসব ভেবে জনার মনে হয়েছে তার গঞ্জনা দেওয়া বৃথা।

আরো একটি কারণে জনার মনে হয়েছে তার স্বামীকে গঞ্জনা দেওয়া বৃথা। সেটি হল- তার একমাত্র পুত্র প্রবীর তাকে ছেড়ে চলে গেছে। সেইজন্য “এ জনাকীর্ণ ভবস্থল আজি/ বিজন জনার পক্ষে।” যে গেছে, কোনোভাবেই সে আর ফিরে আসবেনা। তাই এই অবস্থায় কাউকে গঞ্জনা দেওয়াই বৃথা।

error: Content is protected !!