নাটক হিসেবে কতখানি সার্থক

দ্বাদশ শ্রেণির বাংলা

নানা রঙের দিন 

বড় প্রশ্ন (মান-৫) 

প্রশ্ন- ‘নানা রঙের দিন’ নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো৷ ৫ (২০১৭)

উত্তর- নাট্যসাহিত্যের আধুনিকতম প্রকরণ হল একাঙ্ক নাটক। সাধারণত স্বল্প আয়তন, একক কাহিনিযুক্ত নাটককে একাঙ্ক নাটক বলা যেতে পারে। অবশ্য একাঙ্ক নাটকের আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। এইসব বৈশিষ্ট্যের নিরিখে আমাদের পাঠ্য ‘নানা রঙের দিন’ নাটকটি একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করা হল।

প্রথমত, ‘নানা রঙের দিন’ নাটকটি এক অঙ্কের স্বল্পায়তন নাটক। এই পরিমিত আয়তন একাঙ্ক নাটকের প্রধানতম বৈশিষ্ট্য।

দ্বিতীয়ত, এই নাটকের প্রধান বিষয় হল প্রাক্তন অভিনেতা রজনী চাটুজ্জ্যের স্মৃতিচারণা। সেই প্রসঙ্গেই উঠে এসেছে তার ব্যক্তিজীবন ও শিল্পী জীবনের নানা কথা। অর্থাৎ, এই নাটকে একাঙ্ক নাটকের ভাবগত ঐক্য রক্ষিত হয়েছে।

তৃতীয়ত, একাঙ্ক নাটকের একদম প্রথম সংলাপ থেকে নাট্যকাহিনির সূচনা হয়। এই নাটকেও তেমনটাই দেখা যায়।

চতুর্থত, এই নাটকের মাত্র দুটি চরিত্র এবং উপকাহিনি-বর্জিত একটি মূল কাহিনি- অর্থাৎ, সব দিক থেকেই বাহুল্যবর্জিত। এটিও একাঙ্ক নাটকের অন্যতম বৈশিষ্ট্য।

পঞ্চমত, আলোচ্য নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের একাকীত্ব, ভয় এবং হতাশা থেকে কালীনাথের কাছে স্মৃতিচারণা এবং সবশেষে বাস্তবোপলব্ধি- নাট্যকাহিনি দ্রুততার সঙ্গে পরিণতির দিকে এগিয়েছে। এই বৈশিষ্ট্যটিও একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য।

এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, এই নাটকে রজনীকান্তের দীর্ঘ সংলাপ একাঙ্কিকার স্বভাব-বিরুদ্ধ। তা সত্বেও পূর্বোক্ত বৈশিষ্ট্যের নিরিখে ‘নানা রঙের দিন’ নাটকটিকে একটি সার্থক একাঙ্ক নাটক বলা যেতে পারে।

error: Content is protected !!