মালাধর বসু ও তার কাব্য

বাংলা সাহিত্যের ইতিহাস

একাদশ শ্রেণী

প্রশ্ন- ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যটি কে রচনা করেন? কবির কী উপাধি ছিল? কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+১+৩

উত্তর- ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যটি রচনা করেন চৈতন্য-পূর্ব যুগের কবি মালাধর বসু।

কবি মালাধর বসুর উপাধি ছিল গুণরাজ খান। গৌড়ের সুলতান রুকনুদ্দিন বরবক শাহ তাকে এই উপাধি দিয়েছিলেন।

মালাধর বসুর শ্রীকৃষ্ণবিজয়
মালাধর বসুর শ্রীকৃষ্ণবিজয়

কাব্য পরিচয়– ‘শ্রীকৃষ্ণবিজয়’ হল সংস্কৃত ভাগবতের প্রথম বাংলা অনুবাদ। কবি ভাগবতের দশম ও একাদশ স্কন্দ অনুবাদ করেছিলেন।

শ্রীকৃষ্ণবিজয় গ্রন্থটি তিনটি খন্ডে বিভক্ত। যথা-

  • আদ্যকাহিনি- শ্রীকৃষ্ণের বৃন্দাবনলীলা;
  • মধ্য কাহিনি- শ্রীকৃষ্ণের মথুরালীলা;
  • অন্ত কাহিনি- শ্রীকৃষ্ণের দ্বারকালীলা।

কাব্যটি রচনা করতে গিয়ে কবি বিষ্ণুপুরাণ, হরিবংশ প্রভৃতি গ্রন্থ অনুসরণ করেছেন। তবে, কাহিনি উপস্থাপনে একান্তভাবেই কবির নিজস্বতা প্রকাশ পেয়েছে।

পরের পাতায়

Pages: 1 2

error: Content is protected !!