বাংলা শর্ট প্র্যাকটিস সেট ৪

উচ্চমাধ্যমিক বাংলা

এমসিকিউ শর্ট প্র্যাকটিস সেট-৪
বিভাগ খ’ (নম্বর : ৩০)

বাংলা এমসিকিউ শর্ট টেস্ট

১। সঠিক উত্তরটি বেছে নাও :১x১৮= ১৮
১.১ “এ অপরাধের প্রায়শ্চিত্ত কী?”- এখানে অপরাধটি হলাে-
(ক) জেনেশুনে ভরপেট খাওয়া
(খ) না জেনে খাওয়া
(গ) জেনেশুনে প্রতিকার না করা
(ঘ) জেনে শুনেও এতকাল চারবেলা খওয়া।

১.২ শ্রাদ্ধ করার জন্য তারা খবর দেয়-
(ক) মহানাম ভটচাজকে
(খ) মহানাম বাচস্পতিকে
(গ) মহানাম শতপতিকে
(ঘ) মহানাম চক্রবর্তীকে।

১.৩ বাংলার ক্রিকেটের জনক রূপে পরিচিত-
(ক) পঙ্কজ রায়
(খ) নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী
(গ) এস.এন ব্যানার্জি
(ঘ) সারদা রঞ্জন রায়চৌধুরী।

১.৪ ‘ভুবন সােম’ ছবিটির পরিচালক ছিলেন-
(ক) মৃণাল সেন
(খ) সত্যজিৎ রায়
(গ) ঋত্বিক ঘটক
(ঘ) তপন সিংহ।

১.৫ “আমি তাে চললাম, আবার দেখা হয় কিনা কে জানে” – সংলাপটি যে নাটকের
(ক) বিভাব
(খ) পথিক
(গ) ছেঁড়াতার
(ঘ) দুঃখীর ইমান।

অথবা, রজনীবাবুর থিয়েটার জীবনের ব্যাপ্তি –
(ক) ৪০ বছর
(খ) ৪২ বছর
(গ) ৪৩ বছর
(ঘ) ৪৫ বছর।

১.৬ তার নীচের দিয়েই তাে একটা রাস্তা আছে – রাস্তাটির নাম –
(ক) মনি সামন্ত লেন
(খ) মনি সমাদ্দার লেন
(গ) মনি সরকার লেন
(ঘ) মনি তরফদার লেন।

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকটি যে নাটকের অনুবাদ সেটি হল-
(ক) ওথেলাে
(খ) সােয়ান সং
(গ) উলুখাগড়া
(ধ) থার্ড থিয়েটার।

১.৭ মহামানবের আর্বিভাব ঘটে-
(ক) প্রতি বছরে
(খ) পাঁচ- পাঁচ বছরে
(গ) দশ- দশ বছরে
(ঘ) বিশ- বিশ বছরে।

অথবা, অলৌকিক গল্পটি অনুবাদ করেছেন –
(ক) কর্তার সিং দুগগাল
(খ) অনিন্দ্য সৌরভ
(গ) শঙ্খ ঘােষ
(ঘ) সুভাষ মুখােপাধ্যায়।

১.৮ ‘যে মেয়ে নিখোঁজ’ তার সন্ধান মেলে-
(ক) বাড়িতে
(খ) পাড়ায়
(গ) স্কুলে
(ঘ) জঙগলে।

১.৯ ‘সূর্যের আলােয় তার রং কুঙ্কুমের মতাে’…-
(ক) ছিল
(খ) আছে
(গ) নেই আর
(ঘ) থাকবে।

১.১০ ইস্টবেঙ্গল ক্লাব স্থাপিত হয় কত থ্রিস্টাব্দে?
(ক) ১৯২০ খ্রিস্টাব্দে
(খ) ১৯২১ খ্রিস্টব্দে
(গ) ১৯২২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে।

১.১১ ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন-
(ক) সারদা রঞ্জন রায়চৌধুরী
(খ) কুমারেশ সেন
(গ) নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী
(ঘ) জ্যোতিন্দ্র চরণ গুহ।

১.১২ নিচের কোনটি নিষ্পাদক রূপমূল?
(ক) অব্যয়
(খ) প্রত্যয়
(গ) বিভক্তি
(ঘ) অনুসর্গ।

১.১৩ নীচের কোনটি বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয়?- (ক) দন্ত
(খ) কর্ণ
(গ) নাসিকা
(ঘ) কণ্ঠ।

১.১৪ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলােচনা করে-
(ক) ভাষার অতীত নিয়ে
(খ) সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে
(গ) বিভিন্ন ভাষার ঐক্য-অনৈক্য নিয়ে
(ঘ) ভাষার ভবিব্যৎ নিয়ে।

১.১৫ ‘ল’ ধ্বনিটি –
(ক) পার্শ্বিক ধ্বনি
(খ) নাসিক্য ধ্বনি
(গ) কম্পিত ধ্বনি
(ঘ) উম্ম ধ্বনি।

১.১৬ ‘গাছের সবুজটুকু শরীরে দরকার”-
(ক) প্রসাধনের জন্য
(খ) বুদ্ধির বিকাশের জন্য
(গ) পুষ্টির জন্য
(ঘ) আরােগ্যের জন্য।

১.১৭ একসময় দাগি ডাকাত ছিল-
(ক) ফজলু শেখ
(খ) নিবারণ বাগদি
(গ) করিম ফরাজি
(ঘ) নকড়ি নাপিত।

১.১৮ মৃত্যুঞ্জয়ের ধূলি মলিন সিল্কের জামা এখন-
(ক) পরিচ্ছন্ন হয়েছে
(খ) ছিঁড়ে গেছে
(গ) অদৃশ্য হয়েছে
(ঘ) নূতন হয়েছে।

উত্তরমালা
১.১ (ঘ) জেনে শুনেও এতকাল চারবেলা খওয়া।
১.২ (গ) মহানাম শতপতিকে,
১.৩ (ঘ) সারদা রঞ্জন রায়চৌধুরী।
১.৪ (ক) মৃণাল সেন।
১.৫ (খ) পথিক অথবা, (ঘ) ৪৫ বছর।
১.৬ (খ) মণি সমাদ্দার লেন অথবা, (খ) সােয়ান সং।
১.৭ (গ) দশ- দশ বছরে অথবা, (খ) অনিন্দ্য সৌরভ।
১.৮ (ঘ) জঙ্গলে।
১.৯ (গ) নেই আর।
১.১০ (ক) ১৯২০ খ্রিস্টাব্দে।
১.১১ (গ) নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী।
১.১২ (খ) প্রত্যয়।
১.১৩ (খ) কর্ণ।
১.১৪ (খ) সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে।
১.১৫ (ক) পার্শ্বিক ধ্বনি
১.১৬ (ঘ) আরােগ্যের জন্য।
১.১৭ (খ) নিবারণ বাগদি।
১.১৮ (গ) অদৃশ্য হয়ে গেছে।

২। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১২×১=১২

২.১ ‘টুনুর মা বিছানা নিয়েছে।’- টুনুর মা বিছানা নিয়েছে কেন?

২.২ ফাঁপি কাকে বলে?

২.৩ “এ গল্প সবাই শুনেছে।” – কোন গল্প?

২.৪ ‘সুন্দর বাদামি হরিণ’ চিতাবাঘিনীর হাত
থেকে বাঁচতে কোন্ কোন্ বনে ঘুরেছিল?

২.৫ ‘সােনা- ঝকমকে লিমা যারা বানিয়েছিল’ – লিমা কী?

অথবা, হাসান আব্দালের বর্তমান নাম কী?

২.৬ “পুত্র! রাজনীতি বড়াে কুট”- কোন্ নাটকে কার উক্তি?

অথবা, ‘বিভাব’ নাটকের কী নাম হওয়া উচিত বলে নাট্যকার মনে করেন?

২.৭ ‘আমি তা পারি না’ – আমি কে?

২.৮ ব্রতচারীর উদ্ভাবক কে ছিলেন?

২.৯ ‘উনিশ শতকের বাংলায় বিজ্ঞানসাধনা’
গ্রন্থটির রচয়িতা কে?

২.১০ ‘অযান্ত্রিক’ ছবিটির পরিচালক কে ছিলেন?

২.১১ Dictionary শব্দটি কোথায় প্রথম পাওয়া যায়?

২.১২ গুচ্ছধ্বনি বলতে কী বােঝ?

বাংলা প্র্যাকটিস সেট (শর্ট এবং এমসিকিউ)

সেট ১ সেট ২ সেট ৩ সেট ৪ সেট ৫
সেট ৬ সেট ৭ সেট ৮ সেট ৯ সেট ১০

২. অতি সংক্ষিপ্ত উত্তর

২.১ টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী দিনের পর দিন অর্ধভুক্ত-অভুক্ত থাকার কারণে বিছানা নিয়েছে।

২.২ পৌষ মাসে বৃষ্টির সঙ্গে জোরালাে বাতাস বইলে গ্রামের মানুষ তাকে ‘ফাঁপি’ বলে।

২.৩ কলকাতায় বাসিনীর মনিব বাড়িতে ‘হেলা ঢেলা ভাত’- এই গল্পের কথা বলা হয়েছে।

২.৪ হরিণটি সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল।

২.৫ ‘লিমা’ হল পেরুর রাজধানী।
অথবা, হাসান আব্দালের বর্তমান নাম হল পাঞ্জাসাহেব।

২.৬ ‘সাজাহান নাটকে ঔরঙ্গজেবের উক্তি।
অথবা, নাট্যকারের মতই ‘বিভাব’ নাটকের নাম হওয়া উচিত ছিল ‘অভাব’ নাটক।

২.৭ আমি হলেন স্বয়ং কবি মৃদুল দাশগুপ্ত।

২.৮ ব্রতচারীর উদ্ভাবক গুরুসদয় দত্ত।

২.৯ ‘উনিশ শতকের বাংলায় বিজ্ঞান সাধনা’ বইটির লেখক বিনয় ভূষণ রায়।

২.১০ ‘অযান্ত্রিক’ ছবিটির পরিচালক ঋত্বিক ঘটক।

২.১১ ১৫৩৮ সালে স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে।

২.১২ পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে।

error: Content is protected !!