“একবার এক মারাঠি তামাশায়..”

দ্বাদশ শ্রেণির বাংলা

শম্ভু মিত্রের বিভাব

প্রশ্ন- “আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম”– বক্তা মারাঠি তামাশায় কী দেখেছিলেন? বক্তা কোন্ প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন? (৩+২) (উঃ মাঃ ২০১৬)

শম্ভু মিত্রের নাটক বিভাব
বিভাব

উত্তর- ‘বিভাব’ নাটকে নাট্যকার শম্ভু মিত্র একটি মারাঠি তামাশা দেখার অভিজ্ঞতার কথা দর্শকদের সামনে তুলে ধরেছেন। সেই তামাশায় নাট্যকার দেখেছিলেন যে মঞ্চের একপাশে একজন চাষি জমিদারের কাছে কাকুতি-মিনতি করল এবং ব্যর্থ মনোরথ হয়ে মন্দিরে গেল। মন্দিরে যাওয়ার জন্য সে মঞ্চ থেকে প্রস্থান করল না। মঞ্চের মাঝখানে কয়েকবার ঘুরপাক খেয়ে মঞ্চের অপর পাশে এসে হাজির হল। মঞ্চের এই পাশে কাল্পনিক মন্দিরের সামনে সেই চাষি তার দুঃখের কথা ঈশ্বরের কাছে নিবেদন করতে থাকল।

আর যে অভিনেতা এতক্ষণ জমিদার সেজেছিল, সে দর্শকদের সামনেই মুখে দাড়ি গোঁফ এঁটে পুরোহিত সেজে চাষির সামনে গিয়ে উপস্থিত হল। সে এবার চাষির সামনে ধর্মীয় তর্জন-গর্জন শুরু করে দিল। মারাঠি তামাশা দেখার এই অভিজ্ঞতা নাট্যকার দর্শকদের সামনে তুলে ধরেছেন।

‘বিভাব’ হল নাট্যকারের নাট্য-উপকরণ বিহীন নাটক উপস্থাপনের প্রয়াস। নাটকের শুরুতেই নাট্যকার অকপটে দর্শকদের জানিয়েছেন “দুরন্ত অভাব থেকেই এর জন্ম”। সিনসিনারি, আলো, ঝালর ইত্যাদি সরঞ্জাম তাদের ছিল না। এসব জিনিস ছাড়াও যে নাটক করা যায় এবং সেই বুদ্ধি তিনি কোথা থেকে পেলেন- দর্শকদের এইসব কথা বলার সময়ই তিনি মারাঠি তামাশার কথা উল্লেখ করেছেন।

error: Content is protected !!