“চোখের জলটা তাদের জন্য।”

ভারতীয় গল্প অলৌকিক

লেখক- কর্তার সিং দুগ্গাল

বড় প্রশ্ন (মান-৫)

প্ৰশ্ন- “চোখের জলটা তাদের জন্য।” – বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো ৷ ১+৪ (২০১৭)

উত্তর- কর্তার সিং দুগ্গালের ‘অলৌকিক’ গল্পে নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য যারা নিজেদের জীবনকে তুচ্ছ করেছিল, লেখক তাঁর চোখের জলটা তাদেরকে উৎসর্গ করেছিলেন।

দূরের কোনো শহরে ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়েছিল। সেখানে অনেক নিরীহ মানুষ মারা গিয়েছিল এবং বাকিদের অন্য শহরের জেলে পাঠানোর হুকুম হয়েছিল। কয়েদিদের নিয়ে সেই ট্রেনটি পাঞ্জাসাহেবের উপর দিয়ে যাবে- এটা জানতে পেরে এলাকার মানুষজন অভুক্ত কয়েদিদের খাওয়ানোর বন্দোবস্ত করেছিল। তারা ট্রেনটি থামানোর জন্য সমস্ত রকম চেষ্টা করেছিল, কিন্তু প্রশাসন তাদের আবেদনে সাড়া দেয়নি। ইংরেজদের কড়া হুকুম ছিল ট্রেন কোনোমতেই থামানো যাবে না।

এরপর যা ঘটেছিল, সেইসব ঘটনা লেখক তার মায়ের এক বান্ধবীর মুখে শুনেছিলেন। কয়েদিদের খাওয়ানোর পরিকল্পনা ভেস্তে যাচ্ছে দেখে সকলে মরিয়া হয়ে উঠেছিল। প্রথমে পুরুষরা, তারপর মহিলারা- সকলে সারি সারি রেললাইনের উপর শুয়ে পড়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনটি রেললাইনের উপর শুয়ে থাকা মানুষগুলির বুকের উপর দিয়ে কিছুটা গিয়ে থেমে যায়।

শুধু তাই নয়, লেখকের মায়ের বান্ধবীর বিবরণ অনুযায়ী, ট্রেনটি আবার নাকি পিছোতে শুরু করে। তিনি নিজের চোখে দেখেছিলেন যে লাশগুলি কেটে দুমড়ে-মুচড়ে ট্রেনটি পিছিয়ে যাচ্ছিল, সকলের বুক থেকে ‘জয় নিরংকর’ ধ্বনি বেড়াচ্ছিল আর খালপারের সেতুটির দিকে রক্তের স্রোত।

এই মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই লেখকের চোখে জল এসেছিল।

error: Content is protected !!