বাংলার জন্য বিশেষ পরামর্শ

উচ্চমাধ্যমিকের বাংলা সিলেবাস যথেষ্টই বড়। একাদশ শ্রেণীতে তিনটি গল্প, চারটি কবিতা, দুটি প্রবন্ধ, একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ (গুরু), একটি আন্তর্জাতিক গল্প এবং একটি ভারতীয় কবিতার পাশাপাশি রয়েছে সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ভাষার ইতিহাস। তেমনি দ্বাদশ শ্রেণিতে রয়েছে তিনটি গল্প, পাঁচটি কবিতা, দুটি নাটক, একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ (সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা), একটি ভারতীয় গল্প এবং একটি আন্তর্জাতিক কবিতা। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলা সংস্কৃতির ইতিহাস (পাঁচটি অধ্যায়) এবং বাংলা ভাষাবিজ্ঞান (পাঁচটি অধ্যায়)। আবার দ্বাদশ শ্রেণীতে প্রবন্ধ রচনাও রয়েছে। এত বিশাল সিলেবাস যথাযথভাবে শেষ করে পরীক্ষায় আশি-নব্বই নাম্বার পেতে চাইলে যা দরকার-

বাংলা স্যার ডট কম
বাংলা স্যার ডট কম

১) প্রথমেই বলি, সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করতে হবে। তাহলেই একজন ছাত্র বা ছাত্রীর নিজের প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছ ধারণা জন্মাবে। একইসঙ্গে, অযথা শ্রম এবং সময় নষ্ট হবার হাত থেকে বাঁচতে পারবে। উচ্চমাধ্যমিকে বাংলার সিলেবাস এবং নাম্বার বিভাজন এইরকম- একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী

২) নিয়মিত পড়তে হবে– পারলে প্রতিদিন, নাহলে সপ্তাহে অন্তত দু-তিনদিন নির্দিষ্ট সময়ে বাংলা বিষয়টি পড়তে হবে। যারা আমাদের অনলাইন বাংলা টিউটোরিয়াল ফলো করছো, তারা সপ্তাহে দুদিন করে পড়লেই তিন-চার মাসের মধ্যে সিলেবাস সম্পূর্ণ হয়ে যাবে।

৩) টেক্সট বইগুলো পড়তে হবে– গল্প, কবিতা, প্রবন্ধ বা নাটকের সারাংশ পড়লে হয়তো বড় প্রশ্নের উত্তর দেওয়া যায় কিন্তু সব এমসিকিউ এবং শর্ট প্রশ্নের উত্তর দেওয়া যায়না। একবার বই পড়ে ভালো মানের ভিডিও টিউটোরিয়াল দেখলেও অনেকটা কাজ হয়।

৪) পড়ার মূল্যায়ন করতে হবে– টেক্সট পড়া হয়ে গেলে সহায়িকা বা কোনো প্রশ্ন বিচিত্রা বই থেকে শর্ট/ এমসিকিউ প্রশ্নগুলির উত্তর নিজেকে দিতে হবে। এটা নিজেকে যাচাই করার একটা উপায়। আগ্রহী ছাত্র-ছাত্রীদের জন্য আমাদের এই সাইটে রয়েছে অধ্যায়ভিত্তিক

একাদশ শ্রেণীর এমসিকিউ টেস্ট

দ্বাদশ শ্রেণীর এমসিকিউ টেস্ট

৫) এরপর বড় প্রশ্নের পালা– দেখে নিতে হবে যে এককটি (পদ্য, গদ্য, প্রবন্ধ, নাটক ইত্যাদি) পড়া হল সেখান থেকে বিগত বছরগুলোতে কীধরনের বড় প্রশ্ন এসেছে। বিভিন্ন সহায়িকা, কোশ্চেন ব্যাংক অথবা এখান থেকে দেখা যেতে পারে-

একাদশ শ্রেণির বিগত বছরের বাংলা প্রশ্ন 

উচ্চমাধ্যমিকের বিগত বছরের বাংলা প্রশ্ন

৬) বড় প্রশ্নের উত্তর- কেমন উত্তর লিখলে সব থেকে বেশি নাম্বার পাওয়া যায়? এবিষয়ে ‘নানা মুনির নানা মত’ রয়েছে। তবে, আমার মতে, সেই উত্তরগুলিতেই সবথেকে বেশি নাম্বার পাওয়া যায় যেগুলি- [১] মৌলিক (সহায়িকা বইয়ের বা গৃহশিক্ষিকের লেখানো নোটের হুবুহু কপি নয়), [২] শব্দসীমার মধ্যে লিখিত (কমবেশি ১৫০ টি শব্দে লিখিত)।

এইভাবে সম্পূর্ণ সিলেবাস শেষ করার পর কোনো বাংলা সাজেশন ফলো করলে আশি থেকে পচানোব্বই শতাংশ পর্যন্ত নাম্বার পাওয়া যেতে পারে।

error: Content is protected !!