অস্ত্রের বিরুদ্ধে গান– ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি স্বনামধন্য কবি জয় গোস্বামীর ‘পাতার পোশাক’ কবিতা সংকলন থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতা থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হবে।
Astrer Biruddhe Gaan by Joy Goswami
Astrer Biruddhe Gaan is a bengali poem written by Joy Goswami. It is included in the syllabus of West Bengal Board of Secondary Education (WBBSE) Class Ten Bengali (first language). For short and long question from this story, read this post carefully.
অস্ত্রের বিরুদ্ধে গান
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের দশম শ্রেণির বাংলা পাঠ্যসূচি অনুযায়ী মোট সাতটি কবিতা থেকে তিনটি ১ নম্বরের বহু বিকল্পীয় প্রশ্ন, চারটি ১ নম্বরের অতিসংক্ষিপ্ত প্রশ্ন, একটি ৩ নম্বরের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং একটি ৫ নম্বরের রচনাধর্মী প্রশ্নের উত্তর করতে হয়। এখানে ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতা থেকে গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
অস্ত্রের বিরুদ্ধে গানঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উত্তর- কবিতাটি কবি জয় গোস্বামীর লেখা ‘পাতার পোশাক’ (১৯৯৭) কাব্যগ্রন্থের অন্তর্গত।
২. ‘অস্ত্র রাখাে পায়ে’ – কেন কবির এই আহ্বান?
উত্তর- আধুনিককালের অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামীর এই আহ্বান।
৩. ‘গানের বর্ম আজ পরেছি গায়ে’- কেন?
উত্তর- বুলেটের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে কবি গানের বর্ম গায়ে পরেছেন।
৪. ‘মাথায় কত শকুন বা চিল’ – এর দ্বারা কবি কী বুঝিয়েছেন?
উত্তর- শকুন ও চিল বলতে কবি যুদ্ধবাজ অশুভ শক্তিকে বুঝিয়েছেন।
৫. কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন?
উত্তর- কবি গানের পায়ে অস্ত্র রাখতে বলেছেন।
৬. ‘তােমায় নিয়ে বেড়াবে গান’ – কোথায় কোথায় বেড়াবে?
উত্তর- গান মানুষকে নির্মল প্রকৃতির শীতল ছায়ায় ঘেরা দেশ-গাঁয়ে নিয়ে বেড়াবে।
৭. ‘গান দাঁড়াল ঋষিবালক’- এই ঋষিবালক কীসের প্রতীক?
উত্তর- আলোচ্য কবিতায় ‘ঋষিবালক’ হল পবিত্রতার প্রতীক।
৮. আলোচ্য কবিতায় কে সহস্র উপায়ে গান বাঁধবে বলে কবি উল্লেখ করেছেন?
উত্তর- একটি কোকিল সহস্র উপায়ে গান বাঁধবে বলে কবি উল্লেখ করেছেন।
৯. ‘আমি এখন হাজার হাতে পায়ে’- কথাটির অর্থ কী?
উত্তর- ‘হাজার হাতে পায়ে’ বলতে কবি হাজার হাজার মানুষের সমবেত প্রয়াসের কথা বলেছেন। সকলকে নিয়ে কবি যুদ্ধের মোকাবিলা করতে এগিয়ে যাবেন।
১০. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় উল্লেখিত যেকোনো তিনটি পাখির উল্লেখ করো।
উত্তর- শকুন, চিল, কোকিল পাখির উল্লেখ রয়েছে।
অস্ত্রের বিরুদ্ধে গানঃ সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন
১) “অস্ত্র ফ্যালাে, অস্ত্র রাখাে” কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন ? তার একথা বলার কারণ কী? ১+২ [মাধ্যমিক ২০১৯]
২) “গানের বর্ম আজ পরেছি গায়ে”- এই উক্তির দ্বারা কবি কী বুঝিয়েছেন? ৩
৩) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ – কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? ৩
অস্ত্রের বিরুদ্ধে গানঃ রচনাধর্মী প্রশ্ন
প্রশ্ন- “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখাে। [মাধ্যমিক ২০১৯]