একনজরে– গুজরাতি ভাষার বিখ্যাত লেখক পান্নালাল প্যাটেলের লেখা একটি অসামান্য ছোটোগল্প হল ‘অদল বদল’। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। আলোচ্য পোস্টে ‘অদল বদল’ গল্প থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হবে।
Adal Badal by Pannalal Patel
Adal Badal is a Gujrati short story written by Pannalal Patel and it is translated in Bengali by Arghyakusum Duttagupta. It is included in the syllabus of West Bengal Board of Secondary Education (WBBSE) Class Ten Bengali (first language). For short and long question from this story, read this post carefully.
অদল বদল
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের দশম শ্রেণির বাংলা পাঠ্যসূচি অনুযায়ী মোট পাঁচটি গল্প থেকে তিনটি ১ নম্বরের বহু বিকল্পীয় প্রশ্ন, চারটি ১ নম্বরের অতিসংক্ষিপ্ত প্রশ্ন, একটি ৩ নম্বরের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং একটি ৫ নম্বরের রচনাধর্মী প্রশ্নের উত্তর করতে হয়। এখানে ‘অদল বদল’ গল্প থেকে গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
অদল বদলঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ‘সব দিক থেকেই একরকম।’ – কোন্ বিষয়ে একরকম?
উত্তর– অমৃত ও ইসাব হোলির দিনে যে নতুন জামাগুলি পরেছিল সেগুলির রঙ, মাপ ও কাপড় একরকম ছিল।
২. ‘তফাত শুধু এই যে’- কী বিষয়ে তফাত?
উত্তর– তফাত শুধু এই যে অমৃতের বাবা-মা এবং তিন ভাই ছিল কিন্তু ইসাবের বাবা ছাড়া আর কেউ ছিল না।
৩. ‘মা ওকে অনেক বুঝিয়েছিল’ – কী বলে বুঝিয়েছিল?
উত্তর– অমৃতের মা অমৃতকে বুঝিয়েছিল যে ইসাবকে ক্ষেতে কাজ করতে হয় বলে তার জামা ছিঁড়ে গেছে কিন্তু অমৃতের জামাটা প্রায় নতুনের মতো আছে।
৪. ‘ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল’ – কেন এমন করেছিল?
উত্তর– ইসাবের মতো জামা না পেয়ে অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল।
৫. ‘ইসাবের মেজাজ চড়ে গেল।’ -কী কারণে তার মেজাজ চড়ে ছিল?
উত্তর– কারণ, কালিয়া একপ্রকার জোর করেই অমৃতের সঙ্গে কুস্তি শুরু করে দিয়েছিল।
৬. ‘কিন্তু আমাকে বাঁচানোর জন্য তাে আমার মা আছে।’ – কেন এই উক্তি?
উত্তর– ইসাবের ছেঁড়া জামা দেখে তার বাবা তাকে মারলে বাঁচাবার মতো কেউ ছিল না। কিন্তু অমৃত জানতো যে, তার বাবা তাকে মারলে মা গিয়ে তাকে বাঁচাবে।
৭. ‘ছেলেরাও কী ঘটেছে জেনে চ্যাঁচাতে লাগল।’- কী বলে ছেলেরা চ্যাঁচাচ্ছিল?
উত্তর– ছেলেরা ‘অদল-বদল, অদল-বদল’ বলে চ্যাঁচাচ্ছিল।
৮. কোন্ ঘটনার জন্য ইসাবের বাবা অমৃতকে জড়িয়ে ধরেছিল?
উত্তর– ইসাবের বাবা অমৃত-ইসাবের জামা অদল-বদলের ঘটনার সাক্ষী ছিল। সেইজন্য সে অমৃতকে জড়িয়ে ধরেছিল।
৯. “পাঠানের গল্প শােনার জন্য ঘিরে দাঁড়াল।” – কারা ঘিরে দাঁড়াল?
উত্তর– পাড়াপড়শী মায়ের দল ঘিরে দাঁড়াল।
১০. ‘অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে।’ – কোন জবাব?
উত্তর– ইসাবের প্রশ্নের উত্তরে অমৃত জবাব দিয়েছিল যে তার বাড়িতে মা আছে এবং তার বাবা তাকে মারতে এলে মা গিয়ে বাঁচাবে। এখানে এই জবাবের কথা বলা হয়েছে।
১১. ‘গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল।’ – কে কোন্ গল্প বলেছিল?
উত্তর– ইসাবের বাবা ইসাব ও অমৃতের জামা অদল-বদলের গল্প বলেছিল।
১২. ‘উনি ঘােষণা করলেন’- কী ঘােষণা করেছিলেন?
উত্তর– উনি অর্থাৎ গ্রাম-প্রধান ঘোষণা করেছিলেন যে, এরপর থেকে অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকা হবে।
১৩. ‘এই আওয়াজে মুখরিত হয়ে উঠল।’ – কোন্ আওয়াজের কথা বলা হয়েছে?
উত্তর– ‘অমৃত-ইসাব অদল বদল, অদল বদল’- এই আওয়াজের কথা বলা হয়েছে।
১৪. ‘অদলবদল’ গল্পটি কে বাংলায় তর্জমা করেন।
উত্তর– ‘অদলবদল’ গল্পটি বাংলায় তর্জমা করেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত।
১৫. ‘… তা দুজনকে কী করে সামলাবেন?’- এখানে কোন দুজনের কথা বলা হয়েছে?
উত্তর– এখানে দুজন বলতে অমৃত এবং ইসাবের কথা বলা হয়েছে।
১৬. ‘সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল…’- ‘সে’ কে?
উত্তর– একটি ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। ‘সে’ বলতে এখানে তার কথা বলা হয়েছে।
১৭. ‘সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল…’- সে কী বলল?
উত্তর– সে বলল, ‘তোরা অদল-বদল করেছিস, হুম্।’
১৮. ‘এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে’- কোন ব্যাপারের কথা বলা হয়েছে?
উত্তর– কালিয়া ও ইসাবের কুস্তির কথা বলা হয়েছে।
১৯. ‘ওরা ভয়ে কাঠ হয়ে গেল’- ওরা কেন ভয়ে কাঠ হয়ে গেল?
উত্তর– ওরা অর্থাৎ অমৃত আর ইসাব ভয়ে কাঠ হয়ে গেল কারণ কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের জামার পকেট ও ছ’ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল।
২০. ‘হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল’- বুদ্ধিটা কীরকম ছিল?
উত্তর– অমৃত ইসাবের ছেঁড়া জামাটা পরে নিজেরটা ইসাবকে দিয়েছিল। এটাই হল তার বুদ্ধি।
অদল বদলঃ সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন
প্রশ্ন- “উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন।” – “উনি কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন? ১+২ [মাধ্যমিক ২০১৮]
প্রশ্ন- “ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে”- ছেলেদুটি কে কে? তাদের মধ্যে তফাত কোথায়? ১+২ [মাধ্যমিক ২০২০]
প্রশ্ন- “মা ওকে অনেক বুঝিয়াছিল” – মা কাকে কী বুঝিয়েছিল? ১+২
প্রশ্ন- “ইসাবের মেজাজ চড়ে গেল।” – ইসাব কে? কী কারণে তার মেজাজ চড়েছিল? ১+২
প্রশ্ন- “কিন্তু আমাকে বাঁচানাের জন্য তাে আমার মা আছে।”- কার উক্তি? কী জন্য এই উক্তি?১+২
প্রশ্ন- “ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।”- কে শিখিয়েছে? কী শিখিয়েছে? ১+২
প্রশ্ন- “এই আওয়াজে মুখরিত হয়ে উঠল।” – কোন্ আওয়াজের কথা বলা হয়েছে? এমন আওয়াজ ওঠার কারণ কী?
অদল বদলঃ রচনাধর্মী প্রশ্ন
প্রশ্ন- “অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল।” -অমৃত কীভাবে বাবা-মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কী করেছিলেন? ২+৩ [মাধ্যমিক ২০১৮]
প্রশ্ন- “ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।”- কে, কাকে শিখিয়েছে? ‘খাঁটি জিনিস’ বলতে কী বােঝানাে হয়েছে? ২+৩ [মাধ্যমিক ২০২০]
প্রশ্ন- ‘অদল বদল’ গল্পে সাম্রপদায়িক সম্প্রীতির যে চিত্র প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখ। ৫