ভাষা উপভাষা বড় প্রশ্ন

শ্রেণী একাদশ

বাংলা ভাষা ও উপভাষা

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন – বাংলা উপভাষাগুলির মধ্যে কোনটি মান্য উপভাষা? কীভাবে একটি উপভাষা মান্য ভাষার মর্যাদা পায়।

উত্তর- বাংলা ভাষার উপভাষা ৫টি। যথা- রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খন্ডী ও কামরূপী বা রাজবংশী। এদের মধ্যে রাঢ়ী উপভাষা মান্য ভাষার মর্যাদা পেয়েছে।

একটি ভাষা যত বেশি ভৌগোলিক এলাকা জুড়ে থাকে তত বেশি তার উপভাষা থাকে। সবকটি উপভাষার মধ্যে একটি উপভাষা মান্য ভাষার মর্যাদা পায়। মান্য ভাষাতেই সাহিত্য রচনা করা হয়। সরকারী কাজকর্মেও মান্য ভাষার ব্যবহার হয়। ভাষাবিজ্ঞানীদের মতে কোন উপভাষা মান্য ভাষা হিসেবে স্বীকৃতি পাবে তা কোনো ভাষাগত উপাদানের উপর নির্ভর করে না। অর্থাৎ কোনো উপভাষাই উন্নত বা অনুন্নত নয়। তেমন হলে হয়তো উন্নত উপভাষাটিকে মান্য ভাষার মর্যাদা দেওয়া হত। যেসকল কারণে একটি উপভাষা মান্য ভাষার মর্যাদা পায় সেগুলি হল-

১) রাজনৈতিক ও প্রশাসনিক- যে অঞ্চলটি রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্বপুর্ন সেই অঞ্চলের উপভাষা মান্য ভাষা হিসেবে স্বীকৃতি পায়। যেমন, বাংলা ভাষাভাষী অঞ্চলগুলির মধ্যে কলকাতা বিশেষভাবে গুরুত্বপুর্ণ। ১৯১১ সাল পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানি। আবার কলকাতার পাশাপাশি অঞ্চলগুলিতে ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজরা উপনিবেশ স্থাপন করেছিল।

এরপর পরের পাতায়

Pages: 1 2

error: Content is protected !!