ছোটোগল্প- ভাত
সূচিপত্র
লেখক পরিচয়
বিশিষ্ট লেখিকা মহাশ্বেতা দেবী (১৯২৬-২০১৬) একাধারে যেমন সাহিত্যকর্মী তেমনি বিশিষ্ট সমাজসেবীও ছিলেন। সারাজীবন ধরে তিনি আদিবাসী মানুষের কল্যানের কথা ভেবে গেছেন। তাঁর লেখাতেও সমাজের নিচুতলার মানুষের প্রতি বিশেষ মমত্ববোধ প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হল- ‘অরণ্যের অধিকার’, ‘হাজার চুরাশির মা’, ‘তিতুমির’ প্রভৃতি।
কাহিনি সংক্ষেপ
সতিশ মিস্ত্রীর বাড়িতে চাষমজুরের কাজ করে উচ্ছব নাইয়া। উচ্ছবের আসল নাম উৎসব। বাবার নাম হরিচরণ নাইয়া। ভাত খেতে উচ্ছব খুব ভালোবাসে কিন্তু অভাবের সংসারে দুবেলা পেটভরে খেতেও পায় না। একবার মাতলা নদীর বানে তার ঘরদোর ডুবে গেল আর সেইসঙ্গে তলিয়ে গেল তিন সন্তান সহ তার বৌ। উচ্ছব পাগলের মতো হন্যে হয়ে তাদের খুঁজতে লাগল কিন্তু পেল না। প্রায় একমাস না খেয়ে সে মানুষ থেকে প্রেত হয়ে গিয়েছিল। বন্যা উপলক্ষ্যে তাদের গ্রামে সরকারী লঙ্গরখানা খোলা হয়েছিল। কিন্তু উচ্ছব তখন খাওয়া ভুলে স্ত্রী-সন্তানদের খোঁজ করছিল। আর যখন তার হুঁশ হল যে তারা কেউ বেঁচে নেয় তখন গ্রামের লঙ্গরখানাও উঠে গেছে। একপেট খিদে নিয়ে পেটভরে ভাত খাবার আশায় সে কলকাতা রওনা দিল। তার গ্রাম-সম্পর্কিত বোন বাসিনীর মালিক নাকি খুব বড়োলোক। সেখানেই গিয়ে সে উঠল।
বাসিনীর মনিবের লিভারে ক্যানসার। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে তাই এক তান্ত্রিকের ডাক পড়েছে। সে নাকি যজ্ঞ করে তাকে সারিয়ে তুলবে। উচ্ছবের উপর দায়িত্ব পড়ল যজ্ঞের কাঠ কেটে দেবার। তার বিনিময়ে সে ভাত খেতে পাবে। কাঠ কেটে সে মন্দিরের চাতালে গিয়ে শু’ল আর তখনই ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় ঘুম থেকে উঠে সে জানতে পারল বাসিনীর মনিব মারা গেছে। অশৌচবাড়ির ভাত সব ফেলে দিতে হয়- সেটাই নিয়ম। উচ্ছব ভাত ফেলার নাম করে একটা পিতলের ডেকচি নিয়ে দৌড় দিল। স্টেশনে গিয়ে সে মনের সুখে মুখ ভরে ভাত খেল। তারপর সেখানেই ঘুমিয়ে পড়ল।
পরদিন সকালে মনিব-বাড়ির লোকজন এসে উচ্ছবকে মারতে মারতে থানায় নিয়ে গেল ডেকচি চুরির অপরাধে। কেউ বুঝেনি যে সে ওই ডেকচি নয় ভাতের লোভে ডেকচি নিয়ে ছুটেছিল।
গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন
- বড়ো বউ ভাবতে চেষ্টা করে…
- বাদার ভাত খেলে তো আসল বাদাটা..
- যা আর নেই, যা ঝড়-জল-মাতলার গর্ভে..
- বড়ো পিসিমার চরিত্র বিশ্লেষণ।
- …সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে।
- গরিবের গতর এরা সস্তা দেকে…
- তুমি কি বুঝবে সতীশবাবু…
- আসল বাদাটার খোঁজ করা হয়না…
- ভাত গল্পের নামকরণের সার্থকতা
- কীভাবে উচ্ছব প্রেত হয়ে গিয়েছিল…
এমসিকিউ মক টেস্ট
গল্পটি ভালোভাবে পড়া হয়ে গেলে এই লিংক থেকে MCQ Mock Test দিতে পারো। এই মক টেস্টটি বিগত বছরগুলিতে যে ধরণের প্রশ্ন এসেছে তেমনি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে। তাহলে নিজেই নিজের পড়া যাচাই করে নাও।