তেলেনাপোতা আবিষ্কার
একাদশ শ্রেণীর পাঠ্য প্রেমেন্দ্র মিত্রের লেখা ‘তেলনাপোতা আবিষ্কার’ গল্প থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর- একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য। [Telenapota Aviskar by Premendra Mitra, Bengali short story of class 11, wbbchse]
প্রশ্নঃ “আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা”- কে, কাকে, কোন প্রসঙ্গে, কী কথা দিয়েছিল নিজের ভাষায় লেখো। ১+১+২+১
উত্তর- প্রেমেন্দ্র মিত্রের লেখা ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে গল্পকথক যামিনীর মাকে কথা দিয়েছিলেন।
আলোচ্য গল্পে দেখা যায়, মৎস্য শিকারের উদ্দেশ্যে গল্পকথক দু’জন বন্ধুর সঙ্গে তেলেনাপোতা গ্রামে হাজির হন। মাছ ধরতে না পারলেও একটি মেয়ে কথকের দৃষ্টি আকর্ষণ করেছিল। মেয়েটি কথকের বন্ধু মণিদার জ্ঞাতিস্থানিয়া, নাম তার যামিনী। দুপুরে যামিনীই সকলের খাবার আয়োজন করেছিল।
ঘটনাক্রমে কথক জানতে পারেন যে, নিরঞ্জন নামের কোন এক যুবক যামিনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিদেশে চাকরি করার নাম করে চলে যায় এবং আর ফিরে আসে না। এদিকে যামিনীর বৃদ্ধা মা মণির সঙ্গীদের কাউকে নিরঞ্জন ভেবে যামিনীকে জোর করেন নিরঞ্জনকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। অসহায় যামিনী মণিদাকে ডাকতে এসেছিল তার মাকে শান্ত করার জন্য। মণিদা বিরক্ত হলেও গল্পকথক স্বেচ্ছায় যেতে চান যামিনীর মায়ের কাছে।
মণিদার সঙ্গে যামিনীর মায়ের কাছে গেলে শয্যাশায়ী অন্ধ বৃদ্ধা কথককে ‘নিরঞ্জন’ বলে সম্বোধন করেন। কথক আত্মপরিচয় গোপন করে নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হন। এরপর যামিনীর মায়ের অনুরোধে নিরঞ্জনরূপী কথক যামিনীকে গ্রহণ করার কথা দিয়েছিলেন।
এই গল্প থেকে অন্যান্য প্রশ্নঃ