চর্যাপদের সমাজজীবন
বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণী প্রশ্ন- চর্যাপদ কে আবিষ্কার করেন? আনুমানিক কোন সময়ে এগুলি লিখিত হয়েছিল? চর্যায় বর্ণিত সমাজজীবনের পরিচয় দাও। ১+১+৩ উত্তর- চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী (১৯০৭ সালে)। অধিকাংশ ভাষাতাত্ত্বিকদের মতে, চর্যাপদগুলি রচিত হয়েছিল দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে। সাহিত্য কে বলা হয় সমাজের দর্পণ। যদিও চর্যার কবিগণ কেউই সাহিত্যিক ছিলেন …