রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গুরু’ নাটক থেকে বড় প্রশ্ন
Class XI Bengali Drama “Guru” by Rabindranath Tagore || একাদশ শ্রেণির পাঠ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা নাটক “গুরু”। বড় প্রশ্ন (মান-৫)।
প্রশ্নঃ “যারা বিনা অপরাধে তােমাকে হাজার হাজার বৎসর ধরে মুখ বিকৃত করে ভয় দেখাচ্ছে।”- কে, কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে? তার এ কথার তাৎপর্য বাখ্যা করাে। [১+৪]
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গুরু’ নাটকে অচলায়তনের আচার্য অদীনপূণ্য সুভদ্রকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছে।
নাটকের শুরুতেই দেখা যায় যে, অচলায়তনের এক ছাত্র, সুভদ্র, আয়তনের উত্তর দিকের জানালা খুলে বাইরে চোখ রেখেছিল। অচলায়তনের নিয়ম অনুযায়ী, এটা ভয়ানক পাপ। কারণ, আয়তনের উত্তর দিকে একজটা দেবীর অধিষ্ঠান। এই পাপের প্রায়শ্চিত্ত হল মহাতামস সাধন। অর্থাৎ, ছয় মাস অন্ধকারে থাকতে হবে। মহাপঞ্চক আধিকর্মিক বর্ষায়ণে এই প্রায়শ্চিত্তের উল্লেখ পেয়েছে। তারই নেতৃত্বে উপাধ্যায় এবং আরো কয়েকজন মিলে সুভদ্রকে দিয়ে মহাতামস সাধন করাতে চায়।
কিন্তু অচলায়তনের আচার্য অদীনপুণ্য সুভদ্রকে দিয়ে কোনো প্রায়শ্চিত্ত করাতে চান না। তিনি মনে করেন সুভদ্র কোনো পাপ করেনি, বরং যারা মানুষকে পাপের ভয় দেখিয়ে প্রায়শ্চিত্তের কথা বলে তাদেরই পাপ। এই প্রসঙ্গেই তিনি উদ্ধৃত কথাটি বলেছেন।
অচলায়তনের চিন্তায়-চেতনায় মানুষের প্রাণ তুচ্ছ এবং সনাতন ধর্মবিধি চিরকালীন। সেখানে বিধিভঙ্গের অপরাধে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা রয়েছে। আচার্য অদীনপুণ্যই একসময় ছাত্রদের মনে এই পাপপুণ্যেরবপন করেছিলেন। বর্তমানে তিনি তার ভুল বুঝতে পেরেছেন। তিনি উপলব্ধি করেছেন যে সনাতন ধর্মবিধির নাম করে যারা দীর্ঘদিন ধরে মানুষকে ভয় দেখিয়ে আসছে তারাই প্রকৃত পাপী।
গুরু নাটকের অন্যান্য প্রশ্নোত্তর