ভারতের ভাষা পরিবার শর্ট
একাদশ শ্রেণী(২য় অধ্যায়)
অতিসংক্ষিপ্ত প্রশ্ন (মান-১)
১। ‘ভারত চার ভাষাবংশের দেশ’- এই চারটি বংশ কী কী?
উত্তর- ইন্দো-ইউরোপীয়, দ্রাবিড়, অস্ট্রিক ও ভোটচিনা ভাষাবংশ।
২। ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী কোনটি?
উত্তর- ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হল অস্ট্রিক।
৩। অস্ট্রিক ভাষাবংশের কটি ভাষা ভারতে প্রচলিত রয়েছে?
উত্তর- অস্ট্রিক ভাষাবংশের ৬৫ টি ভাষা ভারতে প্রচলিত রয়েছে।
৪। অস্ট্রিক ভাষাবংশের কটি শাখা ও কী কী?
উত্তর- দুটি- অস্ট্রোনেশীয় ও অস্ট্রো-এশিয়াটিক।
৫। অস্ট্রোনেশীয় ও অস্ট্রো-এশিয়াটিক শাখার ভাষাগুলির মধ্যে মিলের কথা কে বলেন?
উত্তর- Father W. Schmidt
৬। অলচিকি কী?
উত্তর- সাঁওতালি ভাষার লিপির নাম অলচিকি।
৭। অলচিকি লিপি কে উদ্ভাবন করেন?
উত্তর- পণ্ডিত রঘুনাথ মুর্মু।
৮। কার উদ্যোগে সাঁওতালি লোককথা ও পুরাণ সংকলিত হয়েছে?
উত্তর- নরওয়ের মিশনারি পি ও বোর্ডিং।
৯। ‘মুন্ডারি এনসাইক্লোপেডিয়া’ কে সংকলন করেন?
উত্তর- ফাদার হফম্যান।
১০। বাংলায় প্রচলিত অস্ট্রিক ভাষার দুটি শব্দের উল্লেখ কর।
উত্তর- বাংলায় প্রচলিত অস্ট্রিক ভাষার দুটি শব্দ হল কদলী, অলাবু, তাম্বুল প্রভৃতি।
১১। মোন-খমের শাখার কটি ভাষা ভারতে প্রচলিত আছে?
উত্তর- ৭ টি ভাষা ।
১২। মোন-খমের শাখার দুটি ভাষার নাম লেখ।
উত্তর- খাসি ভাষা, নিকোবরি ভাষা।
১৩। ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষাবংশ কোনটি?
উত্তর- ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষাবংশ হল দ্রাবিড় ভাষাবংশ।
১৪। দ্রাবিড় ভাষা বংশ থেকে উদ্ভূত ভাষা গুলি ভারতের কোন অঞ্চলে প্রচলিত?
উত্তর- দক্ষিণ ভারতে।
১৫। সিন্ধু সভ্যতার/ হরপ্পা ও মহেঞ্জোদাড়ো সভ্যতার মানুষের ভাষা কী ছিল?
উত্তর- সিন্ধু সভ্যতার/ হরপ্পা ও মহেঞ্জোদাড়ো সভ্যতার মানুষের ভাষা ছিল দ্রাবিড়।
১৬। দ্রাবিড় ভাষাবংশের প্রধান ভাষা কোনগুলি?
উত্তর- তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড়- এই চারটি ভাষা।
১৭। তামিল ভাষার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কটি?
উত্তর- স্বরবর্ণ ১২ টি আর ব্যঞ্জনবর্ন ১৮ টি।
১৮। মালয়ালম ভাষা ভারতের কোথায় কোথায় প্রচলিত?
উত্তর- কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা মালয়ালম।
১৯। দ্রাবিড় ভাষাবংশের কোন ভাষায় সংস্কৃতের প্রভাব সবথেকে বেশি?
উত্তর- মালায়লম।
২০। কোন ভাষা থেকে কন্নড় ভাষার জন্ম হয়েছে?
উত্তর- তামিল ভাষা থেকে।
২১। দ্রাবিড় ভাষাবংশের কোন ভাষাটি ভারতে সবচেয়ে বেশি প্রচলিত?
উত্তর- তেলুগু ভাষা ।
২২। ‘তেলুগু’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর- ‘তেলেঙ্গ’ শব্দটি থেকে।
২৩। কর্ণাটকের প্রধান ভাষা কী?
উত্তর- কন্নড় ভাষা।
২৪। কন্নড় লিপির সঙ্গে কোন লিপির মিল রয়েছে?
উত্তর- কন্নড় লিপির সঙ্গে তেলুগু লিপির মিল রয়েছে- এই দুটি লিপি অভিন্ন।
২৫। বাংলায় প্রচলিত দুটি দ্রাবিড় শব্দ লিখ।
উত্তর- পিলে, উলু, খাল, গুড়ি, জেলা প্রভৃতি।
২৬। কোন লিপি থেকে দ্রাবিড় ভাষার লিপিগুলি এসেছে?
উত্তর- ব্রাহ্মী লিপি থেকে।
২৭। ‘য়েনিসি’ ভাষা কোন ভাষাবংশের অন্তর্গত?
উত্তর- ভোটচিনা বংশের একটি শাখা হল ‘য়েনিসি’।
২৮। কোন শব্দ থেকে ‘আসাম’ শব্দটি এসেছে?
উত্তর- ‘আহোম’ শব্দ থেকে আসাম শব্দটি এসেছে।
২৯। ভোটচিনা ভাষাবংশ থেকে বাংলাভাষায় স্থান পেয়েছে এমন দুটি শব্দের উল্লেখ কর।
উত্তর- লুঙ্গি (বর্মী ভাষা), চা, লিচু (চিনা ভাষা) প্রভৃতি শব্দ।
৩০। প্রাচীন ভারতীয় আর্যভাষার সময়কাল কত?
উত্তর- ১৫০০ খ্রীঃ পুঃ থেকে ৬০০ খ্রীঃ পুঃ পর্যন্ত প্রায় ৯০০ বছর।
৩১। মধ্য ভারতীয় আর্যভাষার সময়কাল কত?
উত্তর- ৬০০ খ্রীঃ পুঃ থেকে ৯০০ খ্রীঃ পর্যন্ত প্রায় ১৫০০ বছর।
৩২। নব্য ভারতীয় আর্যভাষার সময়কাল কত?
উত্তর- ৯০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত।
৩৩। প্রাচীন ভারতীয় আর্যভাষা বলতে কোন কোন ভাষাকে বোঝায়?
উত্তর- প্রাচীন ভারতীয় আর্যভাষা বলতে দুটি ভাষাকে বোঝায়- ১) বৈদিক ও ২) সংস্কৃত।
৩৪। বেদ কোন ভাষায় লেখা?
উত্তর- বেদ যে ভাষায় লেখা সেটিকে বৈদিক ভাষা নামে পরিচিত।
৩৫। ‘সংস্কৃত’ ভাষা কোনটি?
উত্তর- বৈদিক ভাষা সংস্কার করার পর যে ভাষার জন্ম তাকে সংস্কৃত ভাষা বলা হল।
৩৬। ‘অষ্টাধ্যয়ী’ কী?
উত্তর- পাণিনির লেখা ব্যাকরনের নাম অষ্টাধ্যয়ী। আটটি অধ্যায়ে লেখা বলে এর নাম ‘অষ্টাধ্যয়ী’।
৩৭। প্রাকৃত ভাষার নামকরণ হয়েছে কীভাবে?
উত্তর- প্রকৃতি কথার অর্থ হল শব্দের মূল উপাদান। বৈদিক-সংস্কৃত ভাষার মূল উপাদান নিয়ে প্রাকৃত ভাষার সৃষ্টি হয়েছিল বলে এই ভাষার নাম প্রাকৃত ভাষা।
৩৮। প্রাকৃত ভাষার বিকাশকাল কোনটি?
উত্তর- ৬০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দ।
৩৯। মধ্য ভারতীয় আর্যভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি?
উত্তর- অশোকের শিলালিপি।
৪০। গৌতম বুদ্ধের জীবন কাহিনী নিয়ে লিখিত ‘জাতকের গল্প’ কোন ভাষার নিদর্শন?
উত্তর- পালি ভাষা।
৪১। কোন প্রাকৃত ভাষা কাব্য-নাটকে ব্যবহৃত হতো?
উত্তর- মহারাষ্ট্রীয় প্রাকৃত।
৪২। সংস্কৃত নাটকে রাজপুরুষের সংলাপে কোন প্রাকৃত ভাষার ব্যবহার হতো?
উত্তর- শৌরসেনী প্রাকৃত।
৪৩। গৌড়বহ কার রচনা?
উত্তর- বাকপতি রাজের।
৪৪। সেতুবন্ধ কার রচনা?
উত্তর- প্রবরসেন।
৪৫। মাগধী প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায়?
উত্তর- সুতনুক প্রত্নলিপিতে।
৪৬। কোন প্রাকৃত ভাষাকে জৈন প্রাকৃত বলা হয়? অথবা, কোন প্রাকৃত ভাষায় জৈন ধর্মসাহিত্য রচিত হত?
উত্তর- অর্ধমাগধী প্রাকৃত।
৪৭। পৈশাচী প্রাকৃত থেকে কোন কোন ভাষার জন্ম হয়েছে?
উত্তর- সিন্ধি, পূর্বী পাঞ্জাবি এবং পশ্চিমা পাঞ্জাবি।
৪৮। পশ্চিমা পাঞ্জাবি ভাষার অপর নাম কী?
উত্তর- লহন্দী।
৪৯। কোন সময় থেকে নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তার শুরু হয়?
উত্তর- আনুমানিক ৯০০ খ্রিস্টাব্দে।
৫০। প্রাকৃত ভাষার পরবর্তী স্তর কোনটি?
উত্তর- অপভ্রংশ।
৫১। অপভ্রংশের পরবর্তী স্তর কোনটি?
উত্তর- অবহট্ঠ।
৫২। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
উত্তর- পূর্বী মাগধী প্রাকৃতের অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
৫৩। বাংলা ভাষার জন্মকাল কোন সময়কে ধরা হয়?
উত্তর- আনুমানিক ৯০০ খ্রিস্টাব্দে।
৫৪। বাংলা ভাষার প্রথম সাহিত্যিক নমুনা কোনটি?
উত্তর- চর্যাপদ।
৫৫। বাংলা ভাষার আদিযুগের সময়কাল কত?
উত্তর- ৯০০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দ।
৫৬। আদি-মধ্য বাংলার সময়কাল কত?
উত্তর- ১২৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ।
৫৭। আদি-মধ্য বাংলার একটি সাহিত্যিক নিদর্শনের নাম লেখ।
উত্তর- শ্রীকৃষ্ণকীর্তন।
৫৮। অন্ত-মধ্য বাংলার সময়সীমা কত?
উত্তর- ১৫০০ খ্রিস্টাব্দ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ (অনেকের মতে, ১৫০০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ)।
৫৯। “বাংলা ভাষার কুলজী” প্রবন্ধটি কার লেখা
উত্তর- সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
৬০। কার মতে সংস্কৃত ভাষা হল বাংলা ভাষার “অতি অতি অতি অতি অতিবৃদ্ধ পিতামহী”?
উত্তর- পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী।
বিশেষ দ্রষ্টব্যঃ প্রশ্ন সংকলনের ক্ষেত্রে একাদশ শ্রেণীর পাঠ্য ‘বাঙালির ভাষা ও সংস্কৃতি’ বইটি অনুসরণ করা হয়েছে। উত্তরগুলিও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মান অনুসারে করা হয়েছে।