একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ২০১৯

একাদশ শ্রেণী

বার্ষিক পরীক্ষা ২০১৯

১) সঠিক উত্তরটি নির্বাচন করাে :

১.১ “সেইখানেই তাে ভূত’ – কথাটি বলেন –
(ক) অভূতের পেয়াদা
(খ) শিরােমণি-চূড়ামণি
(গ) বুড়াে কর্তা
(ঘ) ভূতের দল

উত্তর- (গ) বুড়াে কর্তা।

১.২ তেলেনাপােতা আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে ?
(ক)একদিন
(খ) তিনদিন
(গ) দুদিন
(ঘ) পাঁচদিন

উত্তর- (গ) দুদিন।

১.৩ “… এ আনন্দ তার রাখবার জায়গা নেই।’ – এত আনন্দ কার হয়েছে ?
(ক) সৌখির বউয়ের
(খ) সৌখির মায়ের
(গ) সৌখির ছেলের
(ঘ) সৌখির দলের লােকের

উত্তর- (খ) সৌখির মায়ের।

১.৪ সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন?
(ক) আদিমকালের ঘুম
(খ) অন্ধকারে ঘুম
(গ) ভাত ঘুম
(ঘ) চিরকালের ঘুম

উত্তর- (ক) আদিমকালের ঘুম।

১.৫ ‘পরিব্রাজক’ স্বামীজির কী রচনা ?
(ক) রম্যরচনা
(খ) অনুবাদ রচনা
(গ) ভ্রমণমূলক রচনা
(ঘ) ধর্মমূলক রচনা

উত্তর- (গ) ভ্রমণমূলক রচনা।

১.৬ সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে ?
(ক) বঙ্গোপসাগর ও আরব সাগর।
(খ) আর্কটিক ও আটলান্টিক
(গ) ভূমধ্যসাগর ও লােহিত সাগর
(ঘ) ক্যারিবিয়ান ও আরব সাগর

উত্তর- (গ) ভূমধ্যসাগর ও লােহিত সাগর।

১.৭ গ্যালিলিও দেহত্যাগ করেন –
(ক) ১৬৪২ সালে ৮ই জানুয়ারী
(খ) ১৬৪০ সালে ৮ই জানুয়ারী
(গ) ১৬৪৩ সালে ৮ই জানুয়ারী
(ঘ) ১৬৪৫ সালে ৮ই জানুয়ারী

উত্তর- (ক) ১৬৪২ সালে ৮ই জানুয়ারী।

১.৮ ‘নীলধ্বজের প্রতি জনা’ পত্ৰকবিতার উপাদান আছে মহাভারতের-
(ক) শান্তিপর্বে
(খ) যুদ্ধপর্বে
(গ) উদ্যোগপর্বে
(ঘ) অশ্বমেধ পর্বে

উত্তর- (ঘ) অশ্বমেধ পর্বে।

১.৯ “আমরা তাে সামান্য লােক” – ‘সামান্য’ কথাটির তাৎপর্য হল – ২
(ক) অবহেলিত লাঞ্ছিত মানুষ
(খ) দয়ালু মানুষ
(গ) জনসাধারণ
(ঘ) গুণীব্যক্তি

উত্তর- (ক) অবহেলিত লাঞ্ছিত মানুষ।

১. ১০ “পাঞ্চজন্য” ব্যবহারকারী হলেন-
(ক) অর্জুন
(খ) শ্রীকৃষ্ণ
(গ) ইন্দ্র
(ঘ) নারদ

উত্তর- (খ) শ্রীকৃষ্ণ।

১. ১১ জয় গােস্বামীর একটি বিখ্যাত কাব্য
(ক) কথােপকথন
(খ) যারা বৃষ্টিতে ভিজেছিল
(গ) যেতে পারি কিন্তু কেন যাব
(ঘ) বনলতা সেন

উত্তর- (খ) যারা বৃষ্টিতে ভিজেছিল।

১. ১২ লালন ও পড়শির মধ্যে দূরত্ব হল –
(ক) একশাে যােজন
(খ) কয়েক মাইল
(গ) হাজার যােজন
(ঘ) লক্ষ যােজন

উত্তর- (ঘ) লক্ষ যোজন।

১. ১৩ ডানাওয়ালা বুড়াে লােকটা খায়
(ক) বেগুনভর্তা
(খ) আলুর ভর্তা
(গ) কাঁকড়া
(ঘ) ন্যাপথলিন

উত্তর- (ক) বেগুনভর্তা।

১. ১৪ শিক্ষার সার্কাস’ কবিতার অনুবাদক কে ?
(ক) শঙ্খ ঘােষ
(খ) শক্তি চট্টোপাধ্যায়
(গ) সুনীল গাঙ্গুলী
(ঘ) উৎপল কুমার বসু
উত্তর- (ঘ) উৎপল কুমার বসু।

১. ১৫ বীরবল ছদ্মনামের বাংলা প্রবন্ধকার হলেন –
(ক) কালীপ্রসন্ন সিংহ
(খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(গ) অন্নদাশঙ্কর রায়
(ঘ) প্রমথ চৌধুরী

উত্তর- (ঘ) প্রমথ চৌধুরী।

১. ১৬ ‘অষ্টাধ্যায়ী’ ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন –
(ক) পাণিনি
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ব্যাসদেব
(ঘ) জয় গােস্বামী

উত্তর- (ক) পাণিনি।

২. অনধিক ২০ টি শব্দে উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১৮*১=১৮

২.১ “দেশের লােক ভারি নিশ্চিন্ত হল।” – নিশ্চিন্ত হওয়ার কারণ কী?
উত্তর- বুড়ো কর্তা মারা যাওয়ার পরেও বোধহয় দেশবাসীর ঘাড়ে চেপে থাকবেন, এই জন্য দেশের লোক নিশ্চিন্ত হয়েছিল।

২.২ ‘মহারথী প্রথা কিহে এই, মহারথি?’ – কোন্ কাজ মহারথী প্রথার বিরােধী?
উত্তর- মহাবীর কর্ণ যখন তারা রথের চাকা উদ্ধার করতে ব্যস্ত ছিল তখন অর্জুন তাকে বধ করেছিল। এই কাজটি মহারথী প্রথার বিরোধী।

২.৩ “লক্ষ যােজন ফাঁক রে’ – ফাঁকের কারণ কী ?
উত্তর- কবির বিষয়-বাসনা কবিকে তার আরাধ্য মনের মানুষের থেকে দূরে সরিয়ে রেখেছে। এই জন্য এই ফাঁক।

২.৪ “… বেজেছে বাণীর সেতারে আজ ?” – বাণীর সেতারে কবি কী শুনতে চেয়েছেন ?
উত্তর- দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি বাণীর সেতারে ‘মুক্তবন্ধ সুর’ শুনতে চান।

২.৫ জাহাজে খালাসী বেচারাদের আপদের কারণ কী ?
উত্তর- জাহাজে খালাসী বেচারাদের আপদের কারণ ছিল প্লেগ। প্লেগ রোগের আতঙ্কে সুয়েজের কুলিরা জাহাজে উঠতে পায়নি, তাই জাহাজের খালাসিদেরকেই মাল নামাতে হচ্ছিল।

২.৬ গ্যালিলিও নিজের দূরবীণ দিয়ে নতুন কী কী আবিষ্কার করেন?
উত্তর- নিজের দূরবীন দিয়ে গ্যালিলিও বৃহস্পতির উপগ্রহ, সূর্যবিম্বে কলঙ্কবিন্দু, শনির বলয় ইত্যাদি জিনিস আবিষ্কার করেছিলেন।

২.৭ “অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে,” – মূঢ় বলতে কার কথা বলা হয়েছে ?
উত্তর- পুত্র প্রবীরের হত্যাকারী মধ্যম পান্ডব অর্জুনকে জনা ‘মূঢ়’ বলেছেন।

২.৮ “পুণ্য বেদির শূন্য ভেদিয়া/ ক্রন্দন উঠিতেছে শুধু।”– কেন এই ক্রন্দন ?
উত্তর- ভারতাত্মা দ্বীপান্তরিতা, তাই এই ক্রন্দন।

২.৯ সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্বভাষাটির নাম কী?
উত্তর- সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্ব ভাষাটির নাম হল এসপারেন্তো।

২. ১০ ‘চিত্রলিপি’ কী?
উত্তর- লিপির বিবর্তনের একটি পর্যায়ে ছবির আদলে যে লিখন পদ্ধতির প্রচলন হয়েছিল, তারই নাম চিত্রলিপি।

২. ১১ মধ্যভারতীয় আর্যভাষার আনুমানিক সময়সীমা উল্লেখ করাে।
উত্তর- মধ্যভারতীয় আর্যভাষার আনুমানিক সময়সীমা হল ৬০০ খ্রিস্টপূর্ব থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত।

২. ১২ কামরূপী উপভাষা কোন্ কোন্ অঞ্চলে প্রচলিত?
উত্তর- জলপাইগুড়ি, কোচবিহার, আসামের কাছাড় অঞ্চলে কামরূপী উপভাষা প্রচলিত রয়েছে।

৩। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x১ = ৫

৩.১ “ওরে অবােধ, আমার ধরাও নেই/ ছাড়াও নেই, তােরা ছাড়লেই আমার ছাড়া।” – এখানে কে,
কাদের অবােধ বলেছেন ? উক্তিটির তাৎপর্য আলােচনা করাে। ১ + ১ +৩
৩.২ তেলেনাপােতা যাওয়ার কারণ কী ? একে লেখক আবিষ্কার বলেছেন কেন? ১+ ৪

৪। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x১ = ৫

৪.১ “হে ভারতের শ্রমজীবী।” – শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ‘সুয়েজখালে : হাঙর
শিকার’ রচনা অবলম্বনে লেখাে। ৫
৪.২ “Venice’ – এ কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল।” – কার কদর বাড়ে ? এই কদর বাড়ার কারণ ও পরিণাম উল্লেখ করাে। ১+৪

৫। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০

৫.১ ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধরা পড়েছে ?
৫.২ ‘বলবাে কী সেই পড়শীর কথা’ – পড়শী’ কে ? পড়শী’র স্বরূপ সম্পর্কে আলােচনা করাে। ১ + ৪
৫.৩ ‘দ্বীপান্তরের বন্দিনী’ কে ? ‘বন্দিনী’-কে মুক্ত করার জন্য কবির যে আকুলতা প্রকাশিত হয়েছে, তা কবিতা অবলম্বনে লেখাে। ১+৪
৫.৪ “আমাদের শুকনাে ভাতে লবণের ব্যবস্থা হােক।” – কে বলেছে ? এ দাবি কার কাছে ? কেন ? ১+ ১ +৩

৬। অনধিক একশাে পাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১ দেবদূতের আবির্ভাবে পেলাইও আর এলিসেন্দার দারিদ্র্য কীভাবে দূর হলাে ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্প অবলম্বনে লেখাে। ৫
৬.২ ‘সর্বশিক্ষা একটি সার্কাস’ – শিক্ষার সার্কাস’ কবিতা অবলম্বনে শিক্ষা সার্কাসের সঙ্গে কীভাবে তুলনীয় আলােচনা করাে। ৫

৭। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০

৭.১ ‘শুনছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসেছে।’ – শিক্ষায়তন কীভাবে অচলায়তনে পরিণত হয়েছিল ? সেখানে কারা, কেন লড়াই করতে এসেছিল ? ৩+১+১
৭.২ “আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি।” – বক্তা কে ? কোন প্রসঙ্গে, কাকে উদ্দেশ্য করে বক্তা এ কথা বলেছেন ? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন্ দিকটি প্রতিফলিত হয়েছে ? ১ + ২ + ২
৭.৩ “উনি আমাদের সব দলের শতদল পদ্ম” – এখানে কাকে ‘শতদল পদ্ম’ বলা হয়েছে ? কেন তিনি ‘শতদল পদ্ম’ ? ১+৪
৭.৪ ‘গুরু’ নাটকে মােট ক’টি সংগীত রয়েছে? নাটকটিতে সংগীতের ভূমিকা আলােচনা করাে। ১+ ৪

৮। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০

৮.১ বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি ? এটি কে, কোথা থেকে আবিষ্কার করেন ? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায় ? ১ + ১ + ১ + ২
৮.২ চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? তার কাব্যপ্রতিভা আলােচনা করাে। ১ + ৪
৮.৩ রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলির কাল অনুসারে বিভাগ করাে। প্রতি বিভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো।
৮.৪ ছড়ার বৈশিষ্ট্য আলােচনা করাে। যে-কোনাে দুই ধরনের ছড়ার উদাহরণ দাও।

৯। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১ = ৫

৯.১ ‘ভারতবর্ষ চার ভাষাবংশের দেশ’ – উদ্ধৃতি অনুসারে চার ভাষাবংশের পরিচয় দাও।
৯.২ বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলােচনা করাে।
৯.৩ কিউনিফর্ম বা কীলক লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে ? এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও। অলচিকি লিপির উদ্ভাবক কে ? ১ + ৩ + ১

২০১৪ ২০১৫ ২০১৬ ২০১৭
২০১৮ ২০১৯ ২০২০ ২০২১
error: Content is protected !!