তেলেনাপোতা আবিষ্কার
একাদশ শ্রেণীর পাঠ্য প্রেমেন্দ্র মিত্রের লেখা ‘তেলনাপোতা আবিষ্কার’ গল্প থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর- একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য। [Telenapota Aviskar by Premendra Mitra, Bengali short story of class 11, wbbchse]
প্রশ্ন- তেলেনাপােতা যাওয়ার কারণ কী? একে লেখক ‘আবিষ্কার’ বলেছেন কেন? ১ + ৪
উত্তরঃ প্রেমেন্দ্র মিত্রের লেখা ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে তিনজন যুবকের তেলেনাপোতায় যাওয়ার ঘটনা বর্ণিত হয়েছে। উক্ত তিনজন যুবকের একজন ছিল মৎস্যশিকারি, আরেকজন পানরসিক এবং তৃতীয়জন নিদ্রাবিলাসী। তবে, মৎসশিকারি বন্ধুর সঙ্গী হিসেবেই অপর দু’জন তেলেনাপোতায় গিয়েছিল।
তেলেনাপোতা একসময় একটি সমৃদ্ধ গ্রাম ছিল। কিন্তু এক-দেড়শো বছর আগে ম্যালেরিয়ার প্রকোপে গ্রামের বহু মানুষ মারা যায়। প্রাণ বাঁচানোর তাগিদে বহু মানুষ অন্যত্র বসতি স্থাপন করে। কেবল যাদের গ্রাম ছেড়ে যাওয়ার উপায় ছিল না, তারাই রয়ে গেল সেখানে। সেই তখন থেকে তেলেনাপোতা যেন ‘শ্মশানের দেশ’। মহানগরী থেকে মাত্র তিরিশ মাইল দূরে থেকেও লোকচক্ষুর আড়ালে রয়ে গিয়েছিল তেলেনাপোতা। আলোচ্য গল্পে তিনজন শহুরে যুবক তেলেনাপোতায় গিয়েছিল।
তবে, তাদের এই যাওয়াটা নেহাত ভ্রমণ বা পর্যটন নয়, লেখক তাদের যাওয়ার ঘটনাকে আবিষ্কারের সঙ্গে তুলনা করেছেন। বস্তুতপক্ষে, ‘আবিষ্কার’ বলতে বোঝায় অজ্ঞাত বা অপ্রকাশিত কোনো বস্তু বা বিষয়ের সন্ধান পাওয়া। প্রাচীনকালে অভিযাত্রীর দল নতুন দেশ আবিষ্কারের নেশায় দূর সমুদ্রে পাড়ি দিত এবং পৌঁছে যেত অজানা-অচেনা দেশে। গল্পে উল্লেখিত তিন যুবক যেন বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যাওয়া তেলেনাপোতাকে নতুন করে আবিষ্কার করেছিল। তাদের মাধ্যমেই প্রকাশ্যে এসেছিল মৃত্যুপুরী তেলেনাপোতা এবং সেখানকার মানুষের কথা। সেইজন্য লেখক একে ‘আবিষ্কার’ বলেছেন।
এই গল্প থেকে অন্যান্য প্রশ্নঃ