কর্তৃপক্ষের কাছে তার কদর…

বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর লেখা গালিলিও প্রবন্ধ থেকে বড় প্রশ্নের উত্তর। প্রশ্ন- “Venice’ – এ কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল।”(WBCHSE Class 11 Bengali Prose Galilo Descriptive Question and Answer)

গালিলিও|| সত্যেন্দ্রনাথ বসু

প্রশ্নঃ “Venice’ – এ কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল।” – কার কদর বাড়ে? এই কদর বাড়ার কারণ ও পরিণাম উল্লেখ করাে। ১+৪

উত্তরঃ স্বনামধন্য বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর লেখা ‘গালিলিও’ প্রবন্ধ থেকে গৃহীত উদ্ধৃত অংশে বিশ্ববরেণ্য জ্যোতির্বিজ্ঞানী গালিলিও-র কদর বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে।

একাদশ শ্রেণীর পাঠ্য গালিলিও
গালিলিও

কদর বাড়ার কারণঃ ১৬০৯ সালে হল্যান্ডের একজন লোক প্রথম দূরবীন তৈরি করলেন। গালিলিওর কাছে সেই খবর আসার পর তিনি কাগজে প্ল্যান এঁকে আরও শক্তিশালী দূরবীন আবিষ্কার করলেন। সেই সময় Venice-এর নৌবহর নানা দেশ থেকে পণ্য সংগ্রহ করে ইউরোপের নানা স্থানে কেনাবেচা করত। জলপথে কোনো কোনো জাহাজকে শত্রুপক্ষের কবলে পড়তে হত। এইসব পণ্যবাহী জাহাজের সুরক্ষার জন্য Venice-এর কর্তৃপক্ষ প্রতিটি জাহাজে দূরবীন বসানোর কথা ভেবেছিল। কারণ, আগে থেকে শত্রুকে দেখা গেলে শত্রুকে প্রতিহত করা সম্ভব। এইজন্য কর্তৃপক্ষের কাছে গালিলিওর কদর বেড়ে গিয়েছিল।

কদর বাড়ার পরিণামঃ দূরবীন জোগান দেওয়ার দায়িত্ব দেওয়া হল গালিলিওকে। গালিলিও রাজি হলেন। এর ফলে, তাঁর বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা। প্রচুর পরিমাণে দূরবীন তৈরি হতে লাগলো এবং তৈরির সঙ্গে সঙ্গে যন্ত্রেরও নানা উন্নতি হল। নতুন দূরবীনগুলি আগের থেকে শক্তিশালী এবং উন্নত হল। তাঁর আবিষ্কৃত যন্ত্রই হয়ে উঠল বিশ্ব সমীক্ষার প্রধান হাতিয়ার। দূরবীনে চোখ রেখে তিনি মহাকাশের অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করলেন যা এতদিন পর্যন্ত মানুষের কল্পনার অতীত ছিল। আর, এভাবেই জ্যোতির্বিজ্ঞানের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটল।

এই অধ্যায় থেকে অন্যান্য প্রশ্নঃ

error: Content is protected !!