তেলেনাপোতা আবিষ্কার
একাদশ শ্রেণীর পাঠ্য প্রেমেন্দ্র মিত্রের লেখা ‘তেলনাপোতা আবিষ্কার’ গল্প থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর- একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য। [Telenapota Aviskar by Premendra Mitra, Bengali short story of class 11, wbbchse]
প্রশ্ন- “মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই”- এ কথা কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কী?
উত্তরঃ প্রেমেন্দ্র মিত্রের লেখা ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পের প্রধান পুরুষ চরিত্র, গল্পে যাকে ‘আপনি’ বলে সম্বোধন করা হয়েছে, তার একথা মনে হবে।
তেলেনাপোতা গ্রামটি একসময় বেশ সমৃদ্ধ জনপদ ছিল। কিন্তু এক-দেড়শো বছর আগে ম্যালেরিয়ার প্রকোপে গ্রামটি সর্বস্বান্ত হয়েছিল। সেই তখন থেকে তেলেনাপোতা যেন ‘চলমান জীবন্ত জগতের’ এক ‘বিস্মৃতিবিলীন প্রান্তে’ রয়ে গিয়েছিল। কিন্তু মহানগর থেকে আগত তিনজন যুবক তেলেনাপোতার অস্তিত্ব পুনরাবিষ্কার করে। এই তিন যুবকের মধ্যে একজন, গল্পে যাকে মৎস্যশিকারি বলে উল্লেখ করা হয়েছে, সে আবেগতাড়িত হয়ে তেলেনাপোতা গ্রামের এক মেয়ে যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। তেলেনাপোতা থেকে বিদায় নেওয়ার সময় সে মনে মনে বলেছিল “ফিরে আসব, ফিরে আসব”।
শহরে ফিরে যাওয়ার পর প্রথম কয়েকটা দিন তেলেনাপোতার স্মৃতি তার মনে ‘সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল’ হয়ে ছিল। কিন্তু ধীরে ধীরে তার নিজের অজান্তেই সব স্মৃতি ম্লান হতে থাকে। তারপর যেদিন সে তেলেনাপোতায় ফিরে যাবার জন্য প্রস্তুতি নেয়, সেদিন বুঝতে পারে তার ম্যালেরিয়া হয়েছে।
দীর্ঘদিন রোগভোগের পর সে যখন একটু সুষ্ঠ হয়ে উঠল, ততদিনে তার মনে তেলেনাপোতার স্মৃতি একেবারেই ঝাপসা হয়ে গিয়েছিল। সেইসময় তার মনে হয়েছিল “তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই”। কারণ, যার জন্য সে তেলেনাপােতায় ফিরে যাবে বলেছিল সেই যামিনী ছিল তার “দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা”।
এই গল্প থেকে অন্যান্য প্রশ্নঃ