বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর লেখা গালিলিও প্রবন্ধ থেকে বড় প্রশ্নের উত্তর। প্রশ্ন- ‘১৬০৯ সালে ঘটল এক নতুন ব্যাপার’- ব্যাপারটি কী? এই ঘটনার পরিপ্রেক্ষিতে গালিলিওর জীবনে কী পরিবর্তন এসেছিল? (WBCHSE Class 11 Bengali Prose Galilo Descriptive Question and Answer)
গালিলিও|| সত্যেন্দ্রনাথ বসু
প্রশ্নঃ ‘১৬০৯ সালে ঘটল এক নতুন ব্যাপার’- ব্যাপারটি কী? এই ঘটনার পরিপ্রেক্ষিতে গালিলিওর জীবনে কী পরিবর্তন এসেছিল?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ বসুর লেখা ‘গালিলিও’ প্রবন্ধে যে ‘ব্যাপারটির’ উল্লেখ রয়েছে সেটি হল- ১৬০৯ সালে হল্যান্ডের একজন কাঁচের ব্যবসায়ী নিজের অজ্ঞাতসারেই একটি দূরবীন আবিষ্কার করেছিলেন।
এই খবর শোনার পর গালিলিও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করলেন। কাগজে প্ল্যান এঁকে তিনি আলোর রেখাপথের বিষয় বিচার করতে লাগলেন। খুব শীঘ্রই তিনি সফল হলেন। একটি দূরবীন তিনিও আবিষ্কার করলেন। শুধু তাই নয়, গালিলিওর তৈরি করা দূরবীন আরও ভালো এবং শক্তিশালী হল। হল্যান্ডের লোকটি যে দূরবীন তৈরি করেছিলেন তা দিয়ে দুরের জিনিসকে কাছে দেখাতো ঠিকই কিন্তু সবকিছু উলটো দেখাতো। গালিলিওর দূরবীনে সবকিছু যথারীতি দেখাল। আর এই আবিষ্কারের কথা প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে গালিলিও রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। তাঁর পৃষ্ঠপোষক ভেনিস সরকারের কাছেও তাঁর কদর বেড়ে গেল। সেযুগে ভেনিসের বাণিজ্যজাহাজ সারা ইউরোপে ঘুরে ঘুরে পণ্যসামগ্রী কেনাবেচা করত। মাঝে মাঝে সেই সব জাহাজে দস্যুরা আক্রমণ করলে অর্থ এবং প্রাণহানি হত প্রচুর। তাই জাহাজগুলির নিরাপত্তার জন্য সব জাহাজে দূরবীন বসানোর পরিকল্পনা করা হয়। গালিলিও সেসবের বরাত পেয়ে অনেক অর্থও উপার্জন করেছিলেন। অর্থাৎ দূরবীন আবিষ্কার করে গালিলিও অর্থ এবং প্রতিপত্তি দুইই পেয়েছিলেন।