নবীন বিজ্ঞানীকে প্রথমে ভুগতে হয়েছিল…

বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর লেখা গালিলিও প্রবন্ধ থেকে বড় প্রশ্নের উত্তর। প্রশ্ন: ‘নবীন বিজ্ঞানীকে প্রথমে ভুগতে হয়েছিল অর্থকষ্টের জন্য’- নবীন বিজ্ঞানী কে? তাঁর অর্থকষ্টের কারণ কী? কীভাবে তিনি এর সমাধান করেছিলেন?’ (WBCHSE Class 11 Bengali Prose Galilo Descriptive Question and Answer)

গালিলিও|| সত্যেন্দ্রনাথ বসু

প্রশ্নঃ ‘নবীন বিজ্ঞানীকে প্রথমে ভুগতে হয়েছিল অর্থকষ্টের জন্য’- নবীন বিজ্ঞানী কে? তাঁর অর্থকষ্টের কারণ কী? কীভাবে তিনি এর সমাধান করেছিলেন?  ১+২+২

উত্তরঃ সত্যেন্দ্রনাথ বসুর লেখা ‘গালিলিও’ প্রবন্ধ থেকে গৃহিত এই অংশে ‘নবীন বিজ্ঞানী’ বলতে গালিলিওকে বোঝানো হয়েছে।

একাদশ শ্রেণীর পাঠ্য গালিলিও
গালিলিও

গালিলিওর পারিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। তাঁর বাবা মারা যাবার পর অবস্থা আরও সঙ্গিন হয়ে পড়ে। গালিলিও তখন পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের শিক্ষক। তাঁর কাঁধে এসে পড়ে এগারোজন মানুষের ভরণপোষণের দায়িত্ব। তাঁর মা, দুই বোন ছাড়াও ভাইয়ের স্ত্রী এবং তাদের সাতজন সন্তান- এতগুলি মানুষের অন্ন-বস্ত্রের সংস্থান করা গালিলিওর পক্ষে অসম্ভব ছিল। কারণ, সেই সময় এই নবীন বিজ্ঞানীর আয় ছিল মাত্র বার্ষিক ৬০ স্কুদি- যা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম।

অর্থকষ্ট কাটিয়ে উঠতে গালিলিওকে অনেক কিছুই করতে হয়েছিল।কখনো ছেলে পড়িয়ে রোজগারের চেষ্টা করেছেন কখনো বা ব্যবসা করতে চেয়েছেন। ভালো একটা কাজের জন্য অপরকে তোষামোদও করতে হয়েছে তাঁকে। অল্প সময়ের মধ্যে তিনি অনেকবার কর্মস্থল পরিবর্তন করেছেন। কিন্তু কিছুতেই তাঁর অবস্থার উন্নতি হল না। শেষপর্যন্ত ১৯৫২ সালে তিনি মাতৃভূমি তাসকানি ছাড়েন, পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর থেকে তাঁর অবস্থার একটুখানি উন্নতি হয়। প্রচুর পরিশ্রমের বিনিময়ে হলেও গালিলিও আর্থিক দূরবস্থা কাটিয়ে উঠেন।

এই অধ্যায় থেকে অন্যান্য প্রশ্নঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!