চর্যাপদের গুরুত্ব

বাংলা সাহিত্যের ইতিহাসঃ আদিযুগ [চর্যাপদ] 

WBCHSE Class XI Bengali- History of Bengali Literature- Charyapad.

প্রশ্ন- বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? এটি কে, কোথা থেকে আবিষ্কার করেন? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়? ১+১+৩

উত্তর- বাংলা ভাষার আদি নিদর্শন হল চর্যাপদ।

মহামহোপাধ্যায় পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুথি আবিষ্কার করেন।

চর্যাপদ
চর্যাপদ

চর্যাপদের গুরুত্বঃ

বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রথমত, চর্যাপদ হল বাংলা ভাষার প্রথম সাহিত্যিক নিদর্শন। শুধুমাত্র বাংলা নয়, চর্যাপদ হল নব্যভারতীয় আর্য ভাষার প্রথম সাহিত্য। এই গ্রন্থে বাংলা ভাষার প্রাচীনতম রূপটি প্রত্যক্ষ করা যায়।

দ্বিতীয়ত, চর্যাপদে তৎকালীন বাঙালিদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় পাওয়া যায়। সাহিত্য হল সমাজের দর্পণ। যেকোনো সাহিত্যে সমকালীন সমাজের চিত্র ফুটে ওঠে। অবশ্য চর্যার কবিগণ নিছক সাহিত্য রচনার উদ্দেশ্যে পদ রচনা করেন নি, তাদের রচিত গানগুলি ছিল শুধুই সাধনসংগীত। আর, সেই গূঢ় সাধনতত্ত্বের কথা বলতে গিয়ে তারা সমকালীন সমাজের কিছু টুকরো ছবি তুলে ধরেছেন। সেখান থেকেই তৎকালীন বাঙালি সমাজের অনেক তথ্য লাভ করা যায়।

সর্বোপরি, চর্যাপদ আবিষ্কারের মাধ্যমেই বাঙালি জাতি তাদের শেকড়ের সন্ধান পেয়েছিল।

error: Content is protected !!