তেলেনাপোতা আবিষ্কার
একাদশ শ্রেণীর পাঠ্য প্রেমেন্দ্র মিত্রের লেখা ‘তেলনাপোতা আবিষ্কার’ গল্প থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর- একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য। [Telenapota Aviskar by Premendra Mitra, Bengali short story of class 11, wbbchse]
প্রশ্ন- “আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না”- আসল উদ্দেশ্যটি কী ছিল? সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করলেন? ১+৪
উত্তরঃ প্রেমেন্দ্র মিত্রের ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে ‘আপনি’ বলে যাকে সম্বোধন করা হয়েছে তার আসল উদ্দেশ্য ছিল মৎস্যশিকার। পৃথিবীর সরলতম মাছেরা নাকি তেলেনাপোতার সরোবরেই রয়েছে। সেই মাছগুলিকে বড়শিবিদ্ধ করবার উদ্দেশ্যেই উদ্দিষ্ট ব্যক্তির তেলেনাপোতায় আগমণ।
তেলেনাপোতার ধ্বংসপুরীতে রাত্রিযাপনের পর সকাল হতেই উদ্দিষ্ট ব্যক্তি মাছ ধরবার তোড়জোড় শুরু করে দেয়। ‘ষোড়শোপাচার আয়োজন’ নিয়ে সে শ্যাওলা-ঢাকা, ভাঙা ঘাটের একপাশে বসে পড়ে। তারপর ‘যথোচিত নৈবেদ্য’ সমেত বড়শি জলে নামিয়ে দেয়। গুড়ি-পানায় সবুজ পুকুরের ঘাটে অধীর আগ্রহে সে মাছেদের জন্য অপেক্ষা করতে থাকে।
ক্রমশ বেলা বাড়তে থাকে কিন্তু উদ্দিষ্ট ব্যক্তির স্বপ্ন অধরাই থেকে যায়। তার অবস্থা দেখে যেন মাছরাঙা পাখিও তাকে বিদ্রুপ করতে শুরু করে। একজোড়া ফড়িংয়ের নাচানাচি, ঘুঘুর ডাক এবং সবশেষে একটি মেয়ের আবির্ভাব- এমনি করেই সময় পেরিয়ে যায়। একটিও মাছ ধরতে না পারায় নিতান্ত হতাশ হয়ে উদ্দিষ্ট ব্যক্তি সাজসরঞ্জাম নিয়ে উঠে পড়েন।
এই গল্প থেকে অন্যান্য প্রশ্নঃ