শ্রেণী একাদশ
নীলধ্বজের প্রতি জনা
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- “নীলধ্বজের প্রতি জনা” কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কী কী দৃষ্টান্ত তুলে ধরেছেন?
উত্তর- মাইকেল মধুসূদন দত্তের “নীলধ্বজের প্রতি জনা” কবিতায় জনা কয়েকটি দৃষ্টান্ত সহযোগে অর্জুনকে কাপুরুষ প্রমাণ করতে চেয়েছেন। সেগুলি হল-
প্রথমত, দ্রৌপদীর স্বয়ম্বরসভায় অর্জুন গিয়েছিল ব্রাহ্মণের ছদ্মবেশে এবং সেই জন্য কোন ক্ষত্রিয় বীর অর্জুনকে পরাস্ত করতে এগিয়ে আসেনি।
দ্বিতীয়ত, কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্মকে বধ করার সময়ও অর্জুন ছলনার আশ্রয় নিয়েছিল। সকলেই জানত যে, পিতামহ ভীষ্ম কোন স্ত্রী বা ক্লীবের বিরুদ্ধে অস্ত্রধারণ করবেন না এবং সেই সুযোগে অর্জুন শিখণ্ডীকে সামনে রেখে পিতামহ ভীষ্মকে বধ করেছিল।
তৃতীয়ত, কৌরব পক্ষের শক্তিমান সেনাপতি গুরু দ্রোণাচার্যকে হত্যা করার সময়ও অর্জুন ছলনার আশ্রয় নিয়েছিল। তার প্রিয় পুত্র অশ্বত্থামা যুদ্ধে নিহত হয়েছে- এই মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছিল এবং পুত্রশোকে যখন গুরু দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করেছিলেন তখন অর্জুন তাকে হত্যা করেছিল।
চতুর্থত, মহারথী কর্ণকে হত্যা করার সময়ও অর্জুন মহারথী প্রথা লঙ্ঘন করেছিল। কর্ণের রথের চাকা যখন পৃথিবী গ্রাস করেছিল তখন একতরফা অস্ত্র চালনা করে অর্জুন অসহায় কর্ণকে হত্যা করেছিল।
উপরোক্ত দৃষ্টান্তগুলি ছাড়াও অর্জুন যেভাবে জানার পুত্র প্রবীরকে হত্যা করেছিল তাও অর্জুনের কাপুরুষতার পরিচায়ক।