সিন্ধু লিপি– আনুমানিক ৩০০০ খ্রিস্ট পুর্বাব্দে সিন্ধু সভ্যতার মানুষ এই লিপির ব্যাবহার শুরু করেন। সিন্ধু লিপি মূলত চিত্রলিপি। ব্রিটিশ সেনাবাহিনীর জেনারেল কানিংহামের উদ্যোগে খননকার্য চালিয়ে এখানে ৪০০ বিভিন্ন চিহ্নের মেলে। এখনো পর্যন্ত এই লিপির পাঠোদ্ধার করা যায়নি।