মিশ্র ভাষার বৈশিষ্ট্য

একাদশ শ্রেণীর ভাষাবিজ্ঞান

প্রথম অধ্যায়

প্রশ্ন- মিশ্র ভাষা কাকে বলে? এই ভাষার চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর। ১+৪

উত্তর- দুই বা তার বেশি ভাষাগোষ্ঠীর মানুষ একই এলাকায় বসবাস করলে তাদের ভাষাগুলির মিশ্রণে যে নতুন ভাষার জন্ম হয় তাকে মিশ্র কথা বলে। যেমন, বিচ-লা-মার, পিজিন-ইংরেজি প্রভৃতি।

মিশ্রভাষা

মিশ্র ভাষার বৈশিষ্ট্য
১) মিশ্র ভাষাতে উভয় ভাষারই ভাষাগত বৈশিষ্ট্য বজায় থাকে কিন্তু ক্ষেত্রবিশেষে উন্নত ভাষাটির প্রাধান্য লক্ষ্য করা যায়।

২) মিশ্রভাষার ব্যবহার কথ্য ভাষা হিসাবেই সীমাবদ্ধ থাকে। এই ভাষায় সাহিত্য সৃষ্টির সম্ভাবনা থাকে না।

৩) মিশ্রভাষার কোন নির্দিষ্ট ব্যাকরণ থাকে না, কথা বলার সময় যে কোন একটি ভাষার নিয়ম প্রযোজ্য হয়।

৪) মিশ্রভাষার শব্দভাণ্ডারও অত্যন্ত সীমিত।

পরের পাতায়

Pages: 1 2

error: Content is protected !!