একাদশ শ্রেণিঃ প্রথম সেমেস্টার|| Class XI: 1st Semester
নতুন সিলেবাস অনুযায়ী, একাদশ শ্রেণির পরীক্ষা দুটি সেমেস্টারে সম্পন্ন হবে। প্রথম সেমেস্টারের সিলেবাস (প্রতিটি পাঠের লিঙ্ক সহ) এবং নাম্বার বিভাজন দেওয়া হল। খুব শীঘ্রই প্রতিটি পাঠের ভিডিও সংস্করণ ইউটিউবে দেওয়া হবে এবং এই সাইটেও তার লিঙ্ক দেওয়া হবে।
![](https://i0.wp.com/banglasir.com/wp-content/uploads/2024/03/WBCHSE-New-Syllabus-2024-Bengali.jpg?resize=300%2C206&ssl=1)
WBCHSE Class 11 Bengali 1st Semester Syllabus || একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার বাংলা সিলেবাস
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারে রয়েছে একটি গল্প, একটি প্রবন্ধ, দুটি কবিতা, একটি আন্তর্জাতিক গল্প এবং একটি ভারতীয় গল্প। এছাড়াও বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস থেকে কিছু অংশ পাঠ্য হিসেবে রয়েছে।
প্রথম সেমেস্টারঃ সিলেবাস | |
---|---|
গল্প | পুঁইমাচা |
প্রবন্ধ | বিড়াল |
কবিতা |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
সাম্যবাদী | |
আন্তর্জাতিক গল্প | বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো |
ভারতীয় কবিতা | চারণ কবি |
ভাষা | বিশ্বের ভাষা ও ভাষা পরিবার ভারতে ভাষা পরিবার ও বাংলা ভাষা বাংলা ভাষার বৈচিত্র্য |
সাহিত্যের ইতিহাস | পর্ব ১- প্রাচীন বাংলা: সমাজ ও সাহিত্য পর্ব ২- মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা: শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলি, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলি। |
প্রথম সেমিস্টারের নাম্বার বিভাজনঃ
প্রথম সেমেস্টারে কেবলমাত্র এমসিকিউ বা বহুবিকল্পধর্মী প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রশ্নের মান এক। কোন অধ্যায় থেকে কতগুলি এমসিকিউ আসবে তা তালিকা আকারে দেওয়া হল।
বিষয় | বরাদ্দ নাম্বার | মোট |
---|---|---|
গল্প | ৮ × ১ | ৮ |
প্রবন্ধ | ৫ × ১ | ৫ |
কবিতা | ৭ × ১ | ৭ |
আন্তঃ গল্প ও ভারতীয় কবিতা | ৫× ১ | ৫ |
ভাষা | ১০ × ১ | ১০ |
সাহিত্যের ইতিহাস | ৫× ১ | ৫ |
খুব শীঘ্রই প্রতিটি অধ্যায় থেকে প্রশ্নোত্তর এবং সামগ্রিকভাবে সেমিস্টার ভিত্তিক মকটেস্ট দেওয়া হবে। সিলেবাস নতুন হোক, বাংলাস্যার তোমাদের সঙ্গেই আছে, থাকবে।