সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা
সুভাষ মুখোপাধ্যায়ের লেখা “আমার বাংলা” গ্রন্থের ‘ছাতির বদলে হাতি’ শীর্ষক পরিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর|| WBCHSE Class 12 Bengali Rapid Reader “Amar Bangla” by Subhas Mukhopadhyay. Important question answers from Amar Bangla.
প্রশ্ন- “তাতে চোখ কপালে উঠল !” – কার কথা বলা হয়েছে? তার চোখ কপালে ওঠার কারণ কী? ১+৪ (২০১৭)
উত্তর- সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ‘আমার বাংলা’ গ্রন্থের ‘ছাতির বদলে হাতি’ পরিচ্ছেদে চ্যাংমানের চোখ কপালে উঠেছিল।
গারো পাহাড়ের নিচের কোনো গ্রাম থেকে চ্যাংমান এসেছিল হালুয়াঘাট বন্দরে সওদা করতে। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এমন বৃষ্টি যে থামবার কোনো লক্ষণ ছিল না। চ্যাংমান গিয়ে মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নীচে আশ্রয় নেয়। হঠাৎ মহাজনের দরদ উথলে উঠেছিল। তিনি কলকাতা থেকে সদ্য কিনে আনা নতুন ছাতাটা চ্যাংমানকে দিয়ে বাড়ি ফিরে যেতে বললেন। চ্যাংমান প্রথমটাই নাকচ করেছিল, কিন্তু মহাজন তাকে আশ্বাস দেওয়াই সে ছাতা নিয়ে বাড়ি গিয়েছিল।
এরপর থেকে সে যতবার হাটে গিয়েছিল, প্রতিবারই মহাজনকে ছাতার মূল্য দিতে চেয়েছিল। কিন্তু মহাজন ‘নিচ্ছি-নেব’ করে নিতেই চায় নি। চ্যাংমান একসময় ছাতার কথা ভুলে যেতে বসেছিল। হঠাৎ একদিন মনমোহন চ্যাংমানকে পাকড়াও করে নিয়ে যায়। জাবদা খাতা খুলে মহাজন চ্যাংমানকে দেখায় যে ছাতার মূল্য বাবদ তার ঋণের পরিমাণ প্রায় হাজার খানেক টাকা। চক্রবৃদ্ধিহারে একটা ছাতির দাম সুদে-মূলে একটা হাতির দামের সমান হয়ে গিয়েছিল- এটা দেখেই চ্যাংমানের চোখ কপালে উঠেছিল।
এই অধ্যায় থেকে অন্যান্য প্রশ্নঃ