বৃন্দাবনদাসের চৈতন্যভাগবত
![](https://i0.wp.com/banglasir.com/wp-content/uploads/2020/06/Thumb-boishnab-sahitya-1.jpg?fit=200%2C200&ssl=1)
একাদশ শ্রেণি বাংলা সাহিত্যের মধ্যযুগ বড় প্রশ্ন (মান-৫) প্রশ্ন- কাকে চৈতন্য লীলার ব্যাস বলা হয়? তাঁর কাব্যটির পরিচয় দাও। (১+৪) উত্তর- বৃন্দাবন দাসকে ‘চৈতন্য লীলার ব্যাস’ বলা হয়। ব্যাসদেব রচিত ‘ভাগবত’-এর অনুসরণে তিনি চৈতন্যলীলার বর্ণনা করেছেন, এইজন্য তাঁকে ‘চৈতন্য লীলার ব্যাস’ আখ্যা দেওয়া হয়। বৃন্দাবন দাসের গ্রন্থটির নাম ‘চৈতন্যভাগবত’। এটিই বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্যজীবনী …